'কালো' বলে কেউ খেতে ডাকতো না: এনটিনি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্রিকেটে বর্ণবাদের প্রথা বেশ পুরোনো। তবে সম্প্রতি জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর ক্রিকেটাঙ্গন থেকে একে একে উঠে আসতে শুরু করে ক্রিকেটারদের বর্ণবাদী আচরণে শিকার হয়ে হেয় প্রতিপন্ন হবার নজির। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ড্যারেন স্যামি, ক্রিস গেইল, দক্ষিণ আফ্রিকান সাবেক ক্রিকেটার এথি এমভালতীর পর এবারে বর্ণবাদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন সাবেক প্রোটিয়া পেসার মাখায়া এনটিনি।


সাবেক এই গতি তারকা জানান, 'কালো' বলে দলের অন্য খেলোয়াড়রা খাবার সময় তাকে ডাকতেন না। ফলে প্রায় সময়েই একা একা খেতে হত তাকে। একাকীত্ব বিষয়টি 'কালো' বলেই হাড়ে হাড়ে টের পেয়েছিলেন তিনি, এমনটাই মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা প্রথম এই কৃষ্ণাঙ্গ ক্রিকেটার।


promotional_ad

সম্প্রতি এসএবিসি মর্নিং লাইভকে দেয়া এক সাক্ষাৎকারে এ সকল তথ্য উপস্থাপন করেন সাবেক এই গতিতারকা।


এনটিনি বলেন, 'আমি চিরকাল একাকী ছিলাম। আমি যখন একাকীত্বের কথা ভাবি তখন প্রথম যে বিষয়টি মনে আসে, তা হ'ল কেউ আমার দরজায় কড়া নাড়তো না। বলতো না, এসো আমরা রাতের খাবার খেয়ে যাই। এটাই একাকীত্ব।'


'আপনি যখন প্রাতঃরাশের ঘরে প্রবেশ করেন তখন আপনার সতীর্থকেই দেখবেন আপনার পাশে বসছে না।'


শুধু খাবার সময়েই নয়, এমনকি টিম বাসে এবং দলের ড্রেসিংরুমেও সবাই এড়িয়ে চলতো তাকে বলে জানান এনটিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আপনি বন্ধুরা একে অপরকে কল করতে এবং তারপরে ঠিক আপনার সামনে পরিকল্পনা করতে দেখবেন এবং তারপরে আপনাকে এড়িয়ে যাবেন।'


' টিম বাসে আপনি দেখতে পাচ্ছিলেন যে আমি পিছনে একা বসে আছি এবং বাকি সবাই সামনে এক সাথে বসে রয়েছে। তারপরও পাশে এসে কেউ বসেননি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball