দাদাকে খোঁচালে তা ফেরত পাবেন : স্মিথ

ফাইল ফটো
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্রিকেটার হিসেবে অনেকবারই পরস্পরের মুখোমুখি হয়েছেন গ্রায়েম স্মিথ এবং সৌরভ গাঙ্গুলি। খেলোয়াড়ি জীবন শেষে স্মিথ হয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের পরিচালক। এদিকে সৌরভও হয়েছেন ভারতের ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবক।


ক্রিকেটার হিসেবে দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সম্পর্ক থাকলেও ক্রিকেট পরবর্তী জীবনে সেটা শুধুই শ্রদ্ধা আর ভালোবাসার। সম্প্রতি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সভাপতি সৌরভ প্রসঙ্গে মন্তব্য করেছেন স্মিথ।


promotional_ad

স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে স্মিথ বলেন, 'আপনি অবশ্যই নিশ্চিত থাকতে পারেন, যদি কখনও দাদাকে (সৌরভ) খোঁচান- তাহলে এটা নিশ্চিতভাবে ফেরত পাবেন আপনি।'


দুজন ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ পদে থাকায় প্রায়ই যোগাযোগ হয় স্মিথ ও সৌরভের। স্মিথ আরও বলেন, 'আমি এরই মধ্যে দাদার সঙ্গে বেশ কিছু সময় কাটিয়েছি। বিশেষ করে সংগঠক হওয়ার পর। টেলিফোনে আমাদের কথা হয়। দাদা সবসময় শান্ত থাকেন। আমাদের অনেক ভালো আলাপ হয়।'


২০০২ সালে লর্ডসের ব্যালকনিতে সৌরভের জার্সি খোলা উদযাপন নিয়েও মন্তব্য করেন তিনি, 'আমি মনে করি, সবারই ঐ উদযাপনটা মনে থাকবে। সেই উদযাপনে যে প্যাশনটা দেখিয়েছেন দাদা, তা সত্যিই অসাধারণ ছিল।'


সৌরভের প্রতি সবসময়ই শ্রদ্ধাশীল স্মিথ। কিছুদিন আগে আইসিসির চেয়ারম্যান পদে সৌরভকে বসানোর ব্যাপারে প্রকাশ্যে মত দিয়েছিলেন স্মিথ। 
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball