শচিনের ডাবল সেঞ্চুরি নিয়ে মিথ্যাচার করে বিপাকে স্টেইন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওয়ানডে ক্রিকেটে সর্বপ্রথম ডাবল সেঞ্চুরি করেন শচিন টেন্ডুলকার। ভারতের কিংবদন্তি ক্রিকেটারের এই ডাবল সেঞ্চুরি নিয়ে সম্প্রতি আপত্তিকর মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন। তবে স্টেইনের মন্তব্যের সত্যতা খুঁজে না পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শচিন ভক্তদের রোষানলে পড়েন স্টেইন।


২০১০ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৭ বলে ২০০* রানের অসাধারণ এক ইনিংস খেলেন শচিন। ইনিংসে ছিল ২৫টি চার ও তিনটি ছয়ের মার। এই ইনিংসে শচিন আউট হলেও তাঁকে আউট দেননি আম্পায়ার- এমন একটি মন্তব্য করেন স্টেইন।


promotional_ad

স্টেইন বলেন, 'ওয়ানডে ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন টেন্ডুলকার, যা আমাদের বিপক্ষে ছিল, গোয়ালিয়রে। আমার মনে আছে, তিনি যখন ১৯০ রানের আশপাশে ছিলেন, তখন তাকে এলবিডব্লিউ করেছিলাম। কিন্তু আম্পায়ার ইয়ান গোল্ড আউট দেয়নি।


আমি তখন অবাক হয়ে গেলাম। গোল্ডকে জিজ্ঞেস করলাম, আউট দিলে না কেন? এটা তো নিশ্চিত আউট ছিল। তখন গোল্ড আমাকে বললেন, দেখো আমি যদি এটা আউট দিতাম, তাহলে হোটেলে ফিরতে পারতাম না।’


স্টেইনের এমন মন্তব্যের পর শচিনের সেই ইনিংসের পরিসংখ্যান চলে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দেখা যায়, গোয়ালিয়রের সেই ম্যাচে দশ ওভারে ৮৯ রান খরচ করেন স্টেইন। এর মাঝে তার ৩১ বল খেলে শচিন করেন ৩৬ রান।


ভারতীয় সমর্থকদের কাছে আপত্তিকর বিষয় হচ্ছে শচিন ১৯০ রানে পৌঁছানোর পর স্টেইনের মাত্র ৩টি বল মোকাবেলা করেন এবং সেই তিনটি বলই ছিল ব্যাটে খেলা।


তাছাড়া, পুরো ইনিংসে স্টেইনের ৩১টি বলে একবারও লেগ বিফোর উইকেটের জোরালো আবেদনের মুখে পড়েননি শচিন। এমন কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয়দের বাজে মন্তব্যের শিকার হচ্ছেন স্টেইন।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball