রুমানাদের দ. আফ্রিকা সফরের ম্যাচের সূচি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ ইমার্জিং নারী দল ('এ' দল)। তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে শনিবার (২০ জুলাই) দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওয়ানা দেবে বাংলাদেশ নারী 'এ' দল। 'এ' দল বলা হলেও এই সিরিজে জাতীয় দলেরই বেশিরভাগ ক্রিকেটার অংশ নেবেন। জানা গেছে, এই সিরিজে খেলবেন রুমানা আহমেদ, শুকতারা, জাহানারা আলমরা।
ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নারীদের এই সিরিজের সময় সূচি ঘোষণা করেছে। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২৩ জুলাই। এদিন প্রথম ওয়ানডের পর এক দিনের বিরতি পাবে নারী দল। সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৫ জুলাই।

সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ জুলাই। দুই দিনের বিরতির পর শুরু হবে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ নারী 'এ' দলের তিন ম্যাচের টি-টোয়েন্ট সিরিজ।
প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৩১ জুলাই। সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১ আগস্ট এবং ৪ আগস্ট।
বাংলাদেশ নারী দলের প্রধান কোচ আঞ্জু জাইন মনে করেন, পাইপলাইন সমৃদ্ধ করতে 'এ' দলের এমন সফর জরুরি। নারী ক্রিকেটারদের আগামীর জন্য তৈরি করতে এই সিরিজটি সাহায্য করবে বলে মনে করেন তিনি।
'এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা ইমার্জিং দলের একটি সফর পেয়েছি। আমরা নারী দলের পাইপলাইনকে শক্তিশালী করতে চাই এবং নারী 'এ' দলের সামনে আরও সিরিজের আয়োজন করতে চাই। সামনে নারী দলের এশিয়া কাপ রয়েছে। নারী ক্রিকেটারদের তৈরি করার জন্য এটা আমাদের জন্য বড় সুযোগ। কিছু ক্রিকেটারকে তৈরি করার লক্ষ্য আছে, যারা বদলি হিসেবে খেলতে পারবে। তাই এই সফরটি আমাদের অনেক সাহায্য করবে।'