সর্বোচ্চ রানের রেকর্ডে বাংলাদেশ

ছবি- রতন গোমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই রেকর্ড গড়েছে বাংলাদেশ। লন্ডনের কেনিংটন ওভালে আজ প্রোটিয়াদের মুখোমুখি হয়ে ৬ উইকেটে ৩৩০ রানের বিশাল পুঁজি দাঁড়া করিয়েছে তারা। যা বিশ্বকাপে তো বটেই, পুরো ওয়ানডে ইতিহাসেই সর্বোচ্চ দলীয় সংগ্রহ টাইগারদের। 


এর আগে তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহটি ছিল ৩২৯ রানের। পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালে ঢাকার মাঠে ৬ উইকেট হারিয়ে এই পুঁজি পেয়েছিল বাংলাদেশ। একই প্রতিপক্ষের বিপক্ষে ২০১৪ সালে ঢাকায় ৩২৬ রান করেছিল মাশরাফির দল।


promotional_ad

এছাড়া ২০১৭ সালে ডাম্বুলাতে শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে ৩২৪ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। এবার বিশ্বকাপের মঞ্চে আগের সব রেকর্ড ছাপিয়ে গেল লাল সবুজের দেশ। 


আজকের ম্যাচের শুরুতে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রোটিয়া দলপতি ফাফ ডু প্লেসিস। কিন্তু তাঁর এই সিদ্ধান্তকে রীতিমত ভুল প্রমাণ করে দারুণ ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছে টাইগার ব্যাটসম্যানেরা।


সৌম্য, সাকিব, মুশফিক এবং মাহমুদুল্লার ব্যাটে রীতিমত নাকাল হয়েছে দক্ষিণ আফ্রিকান বোলাররা। বাংলাদেশের ব্যাটিং লাইন আপ যে এখন যথেষ্ট শক্তিশালী এবং সমীহ জাগানিয়া তা এই বিশাল সংগ্রহের দিকে তাকালেই বোঝা যাচ্ছে।


এদিন সাকিব ৭৫ এবং মুশফিক ৭৮ রানের দারুণ দুটি ইনিংস খেলেছেন। অপরদিকে ফিনিশার খ্যাত মাহমুদুল্লাহ ৪৬ রানে অপরাজিত থেকে রেকর্ড পুঁজির সাক্ষী হয়ে মাঠ ছেড়েছেন। আর ওপেনার সৌম্য সরকার ৪২ এবং অলরাউন্ডার মোসাদ্দেক করেছেন ২৬ রান। সবমিলিয়ে টাইগার ব্যাটসম্যানদের তান্ডব যথার্থভাবে পরিলক্ষিত হয়েছে আজ ওভালের মাঠে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball