পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন গাপটিল

ছবি: ছবি-সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি মাসের শেষ থেকে শুরু হওয়া পাকিস্তান সিরিজ থেকে ছিটকে পড়লেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। বাঁ পায়ের ইনজুরির কারণে তাঁকে আসন্ন এই সিরিজ থেকে সরে দাঁড়াতে হয়েছে।
ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটের প্রস্তুতি নেয়ার সময় এই ইনজুরিতে পড়েন তিনি। যার ফলে আগামী চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। গাপটিলের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছেন কিউইদের নির্বাচক গেভিন লারসেন।

'মার্টিনের জন্য দুর্ভাগ্য, এই ইনজুরি থেকে সুস্থ হতে তাঁর কিছুদিন সময় লাগব??। সামনে লম্বা গ্রীষ্মের মৌসুম, আমরা নিশ্চিত হতে হবে তাঁর এই ইনজুরি আবার ফিরে না আসার ব্যাপারে।'
এদিকে হাঁটুর ইনজুরির কারণে আগেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে পড়েছিলেন নিউজিল্যান্ড স্পিনার মিচেল স্যাটনার। তাঁর পরিবর্তে দলে রাখা হয়েছে বাঁহাতি স্পিনার অ্যাজাজ প্যাটেলকে।
আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আসন্ন এই সিরিজে তিনটি ওয়ানডে, তিনটি টি-টুয়েন্টি এবং তিনটি টেস্ট খেলবে নিউজিল্যান্ড। অক্টোবরের ৩১ তারিখ প্রথম টি-টুয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে সিরিজটি।
তিনটি টি-টুয়েন্টি শেষে ৭ই নভেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। ১৬ই নভেম্বর থেকে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। ডিসেম্বরের তিন তারিখ থেকে শুরু হওয়া তৃতীয় এবং শেষ টেস্টের মধ্য দিয়ে শেষ হবে পাকিস্তান-নিউজিল্যান্ডের এই সিরিজ।