টাইগারদের প্রস্তুতি ক্যাম্প শুরু

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আজ (সোমবার) থেকে শুরু হয়েছে টাইগারদের অনুশীলন ক্যাম্প। মিরপুরের হোম অব ক্রিকেটে সকাল নয়টায় স্কিল সেশনের মধ্য দিয়ে শুরু হয়েছে এই ক্যাম্পের কার্যক্রম। বিসিবির কোচিং স্টাফদের অধীনে বাংলাদেশ দলের ক্রিকেটাররা এই অনুশীলন শুরু করেছে।
এশিয়া কাপের পর প্রায় দীর্ঘ ১৫ দিনের বিশ্রাম শেষে আজ আবার নিজেদের চাঙ্গা করতে মাঠে নামছে জাতীয় দলের ক্রিকেটাররা। প্রায় সাড়ে তিন ঘণ্টা অনুশীলন শেষে বেলা সাড়ে বারটায় বিরতিতে যাবে ক্রিকেটাররা।

এক ঘণ্টা বিশ্রামের পর দুপুর দেড়টায় আবার অনুশীলনে নামবে তাঁরা। দিনের দ্বিতীয় ধাপের এই অনুশীলনে খেলোয়াড়দের শক্তিমত্তা এবং ফিল্ডিং নিয়ে কাজ করানো হবে।
মূলত আসন্ন জিম্বাবুয়ে সিরিজের জন্য ক্রিকেটারদের সম্পূর্ণরূপে ফিট করতে অনুশীলন ক্যাম্পের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২১শে অক্টোবর মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু করবে টাইগাররা।
তিনটি ওয়ানডে এবং দুইটি টেস্ট ম্যাচ খেলবে দুই দল। ১১ই নভেম্বর থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টের মধ্য দিয়ে শেষ হবে জিম্বাবুয়ের বিপক্ষের এই সিরিজ।