ঘরের মাঠে ভারতের আরেকটি সিরিজ জয়

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি বিনা উইকেটে জয়ী হয়েছে ভারত । দ্বিতীয় ইনিংসে উইন্ডিজদের দেয়া মাত্র ৭২ রানের লক্ষ্যে খুব সহজেই পৌঁছে গিয়েছিল স্বাগতিকরা। যার সুবাদে তৃতীয় দিনেই খেলার সমাপ্তি ঘটে এবং ২-০ ব্যবধানে টেস্ট সিরিজটি জিতে যায় ভারত। আর এই সিরিজ জয়ের ফলে ঘরের মাঠে টানা ১০টি সিরিজ জিতেছে ভারতীয়রা।
১২ই অক্টোবর থেকে শুরু হওয়া এই টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। তবে শুরুটা ভাল হয়নি উইন্ডিজ টপ অর্ডার ব্যাটসম্যানদের। ব্যর্থ ছিলেন মিডেল অর্ডার ব্যাটসম্যানরাও।
ছয়ে ব্যাটিং করতে নামা ডানহাতি ব্যাটসম্যান রস্টন চেজ একাই দলকে এগিয়ে নেয়ার চেষ্টা চালিয়ে ছিলেন। ১৮৯ বলে ১০৬ রান করেছিলেন এই ব্যাটসম্যান। তবে তাঁর সাথে সঙ্গ দিতে চেয়েছিলেন শেন ডওরিচ এবং অধিনায়ক হোল্ডার। যথাক্রমে ৩০ এবং ৫২ রান করে সাজঘরে ফিরে যান এই দুই ব্যাটসম্যান।
অবশেষে ১০১.৪ ওভার খেলে ৩১১ রান সংগ্রহ করতে সক্ষম হয় ক্যারিবিয়ানরা। ভারতের পক্ষে সর্বোচ্চ ছয় উইকেট নিয়েছিলেন পেসার উমেশ যাদব। এছাড়া কুলদিপ যাদবও নিয়েছেন তিনটি উইকেট।

কিছুটা নড়বড়ে শুরু ছিল ভারতেরও। চার রান করে সাজঘরে ফিরে গিয়েছিলেন ওপেনার লোকেশ রাহুল। কিন্তু অন্য প্রান্ত দিয়ে ব্যাট হাতে টি-টুয়েন্টি মেজাজে খেলছিলেন পৃথ্বী শ। ৫৩ বলে ৭০ রানে থামেন এই ব্যাটসম্যান। এরপর দলের দায়িত্ব নেন অধিনায়ক ভিরাট কোহলি (৪৫), আজিঙ্কা রাহানে (৮০) এবং রিশাব পান্ত (৯২)।
শেষের দিকে ৩৫ রান তুলে দলকে ৩৬৭ রানের পুঁজি এনে দিয়েছিলেন রবিচন্দ্র অশ্বিন। উইন্ডিজদের বিপক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ছিলেন অধিনায়ক হোল্ডার। যিনি পাঁচ উইকেট নিয়েছিলেন। এছাড়া শ্যানন গ্যাব্রিয়েল নিয়েছিলেন তিন উইকেট।
কিন্তু নিজেদের দ্বিতীয় ইনিংসে মাথা তুলে দাঁড়াতেই পারেনি ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। উমেশ যাদব এবং রবিন্দ্র জাদেজার বোলিং তাণ্ডবে ১২৭ রানেই অলউইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। যেখানে যাদব চার এবং জাদেজা তিন উইকেট নিয়েছিলেন।
বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ব্যাটসম্যানদের জন্য কাজটা সহজ হয়ে গিয়েছিল। ৭২ রানের সল্প লক্ষ্যকে তাড়া করতে বেশি বেগ পেতে হয়নি দুই ওপেনারকে। রাহুল (৩৩) এবং পৃথ্বীর (৩৩) ওপেনিং জুটিতেই ১৬,১ ওভারে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
সংক্ষিপ্ত স্কোরঃ
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসঃ- ৩১১/১?? (১০১.৪ ওভার); চেজ (১০৬), হোল্ডার (৫২), উমেশ যাদব (৬/৮৮)
ভারত প্রথম ইনিংসঃ- ৩৬৭/১০ (১০৬.৪ ওভার); পান্ত (৯২), রাহানে (৮০), হোল্ডার (৫/৫৬)
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসঃ- ১২৭/১০ (৪৬.১ ওভার); অ্যামব্রিস (৩৮), যাদব (৪/৪৫)
ভারত দ্বিতীয় ইনিংসঃ- ৭৫/০ (১৬.১ ওভার); রাহুল (৩৩*), পৃথ্বী (৩৩*)