promotional_ad

তামিমের ভাগ্যে সামিল হয়েছিলেন শচীন, আফ্রিদিরাও

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ ক্রিকেট দলের সেরা ওপেনার হিসেবে অবধারিতভাবেই মানা হয় তামিম ইকবালকে। দীর্ঘ ১১ বছর ধরে ওপেনিংয়ের এক নম্বর পজিশনটা নিজের দখলেই রেখেছেন এই বামহাতি ব্যাটসম্যান।


কিন্তু মূল সমস্যা হল তাঁর ওপেনিং সঙ্গী হিসেবে এখন পর্যন্ত কেউই সেভাবে থিতু হতে পারেননি। এখন পর্যন্ত মোট ১৫ জন ক্রিকেটারের সাথে ওপেনিং করেছেন তামিম। সংখ্যাটা নিশ্চই অবাক করার মতই। মাঝে সৌম্য সরকার কিংবা ইমরুল কায়েসরা থিতু হবার আভাস দিয়েও অধারাবাহিকায় জায়গা হারিয়েছেন।


সৌম্য সরকারের সাথে তামিমের জুটির রসায়ন একটা সময় দারুণ গড়ে উঠেছিল। উদ্ভোধনী জুটির সমস্যায় অনেকেই সৌম্যকে সমাধান হিসেবেও দেখেছিলেন। তামিমে সঙ্গেই সর্বোচ্চ ৩ বার সেঞ্চুরি জুটি গড়েছেন এই ব্যাটসম্যান। ২৩ ইনিংসে গড় ৩৯.২৬, তামিমের সঙ্গে একাধিকবার গড়া জুটিগুলোর মধ্যে এখনও সেরা।


তবে সময় যত গড়িয়েছে ততই বিবর্ণ হয়েছেন সৌম্য। একটা সময় দল থেকেও জায়গা হারিয়েছেন। ইমরুল কায়েস একটু লম্বা সময় তামিমের সঙ্গী ছিলেন। দুজনে ৫৪ ইনিংস ব্যাট করে ১৭১৮ রান তুলেছেন।


৩১.৮১ গড়ে সেঞ্চুরি জুটি ২টি, ৯টি পঞ্চশোর্ধ জুটি। কিন্তু ইমরুলও শেষ পর্যন্ত ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। এই দুই ব্যাটসম্যান ছাড়া অন্য কেউ তামিমের সাথে তেমন দ্যুতি ছড়াতে সক্ষম হননি।


তামিমের সাথে এযাবৎকাল যারা ওপেনিংয়ে নেমেছেন একনজরে দেখে নেয়া যাক তাদের নামগুলো-


১। শাহরিয়ার নাফীস


২। জাভেদ ওমর বেলিম


৩। মেহরাব হোসেন জুনিয়র


৪। মোহাম্মদ আশরাফুল


৫। ইমরুল কায়েস 


promotional_ad

৬। নাজিমুদ্দিন


৭। আনামুল হক বিজয়


৮। শামসুর রহমান শুভ


৯। নাঈম ইসলাম


১০। মুশফিকুর রহিম


১১। সৌম্য সরকার


১২। জুনায়েদ সিদ্দিকী


১৩। মোহাম্মদ মিথুন


১৪। জহুরুল ইসলাম


১৫। লিটন কুমার দাস


অবশ্য শুধু বাংলাদেশের তামিমই নয় ওপেনিং সঙ্গীর এই পালাবদলে আছে অন্য দেশের ওপেনারও। যারা তামিমের মতোই ওপেনিং সঙ্গী জনিত সমস্যায় পড়েছেন বেশ কয়েকবার। এই তালিকায় সর্বোচ্চ ২৩ জন সঙ্গীর সাথে ইনিংস শুরু করার রেকর্ডে নাম লিখিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান জন রাইট।


রাইটের পর রয়েছেন পাকিস্তানের কিংবদন্তী ব্যাটসম্যান সাইদ আনোয়ার। ওপেনিং সঙ্গী হিসেবে মোট ২২ জন ব্যাটসম্যানকে পেয়েছেন তিনি। এছাড়াও ভারতের শচীন টেন্ডুলকার মোট ১৯ জন সঙ্গীর সাথে ওপেনিং করেছিলেন। তালিকাটিতে আরও আছেন গ্যারি কারস্টেন, রমিজ রাজা, ক্রিস গেইলদের মতো তারকারাও। 


দেখে নিন অান্তর্জাতিক ক্রিকেটে ওপেনিং সঙ্গী বদলের হিড়িকে সামিল হয়েছিলেন যারাঃ 


১। জন রাইট (নিউজিল্যান্ড) -২৩ (১৩৫ ইনিংস)


২। সাইদ আনোয়ার (পাকিস্তান)- ২২ (২২০ ইনিংস)


৩। শচীন টেন্ডুলকার (ভারত)-১৯ (৩০৬ ইনিংস)


৪। গ্যারি কারস্টেন (দক্ষিণ আফ্রিকা)- ১৯ (১৭৫ ইনিংস)


৫। গ্র্যান্ট ফ্লাওয়ার (জিম্বাবুয়ে) - ১৯ (১৩৭ ইনিংস)


৬। রমিজ রাজা (পাকিস্তান)- ১৮ (১২৫ ইনিংস)


৭। শহীদ আফ্রিদি (পাকিস্তান) -১৮ (১৪৪ ইনিংস)


৮। ক্রিস গেইল (উইন্ডিজ)- ১৮ (১৮৩ ইনিংস)


৯। নাথান অ্যাস্টল (নিউজিল্যান্ড )- ১৭ (১৮৬ ইনিংস)


১০। সৌরভ গাঙ্গুলি (ভারত)- ১৭ (২৩৬ ইনিংস)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball