ইনিংস ব্যবধানের লজ্জায় ডুবলো উইন্ডিজরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্কোরকার্ড
ভারতঃ
প্রথম ইনিংস ৬৪৯/৯ (ডিক্লে) ১৪৯.৫ ওভার- (ভিরাট কোহলি ১৩৯, পৃথ্বী শো ১৩৪, রবিন্দ্র জাদেজা ১০০*) (দেবেন্দ্র বিশু ২১৭-৪)
ওয়েস্ট ইন্ডিজঃ
প্রথম ইনিংসঃ ১৮১ অল আউট ৪৮ ওভার- (রস্টন চেজ ৫৩, কিমো পল ৪৭) (রবিচন্দ্রন অশ্বিন ৩৭-৪)

দ্বিতীয় ইনিংসঃ ১৯৬ অল আউট (ফলো-অন) ৫০.৫ ওভার- (কিরন পাওয়েল ৮৩, রস্টন চেজ ২০) (কুলদিপ যাদব ৫৭-৫, রবিন্দ্র জাদেজা ৩৫-৩)
ফলাফলঃ ভারত এক ইনিংস এবং ২৭২ রানে জয়ী
রাজকোট টেস্টে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে লজ্জাজনক ভাবে হেরেছে সফরকারী উইন্ডিজরা। এক ইনিংস এবং ২৭২ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে এখন ভিরাট কোহলির দল।
তৃতীয় দিন ৬ উইকেটে ৯৪ রান নিয়ে খেলতে নেমে উইন্ডিজরা প্রথম ইনিংসে অল আউট হয়েছে মাত্র ১৮১ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন অলরাউন্ডার রস্টন চেজ।
এছাড়াও লোয়ার অর্ডার ব্যাটসম্যান কিমো পলের ব্যাট থেকে আসে ৪৭ রান। ভারতের হয়ে রবিচন্দ্রন অশ্বিন নেন ৩৭ রান দিয়ে ৪টি উইকেট।
ফলো-অনে পড়া উইন্ডিজদের আবারও ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান দলপতি কোহলি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে সফরকারী দলের ব্যাটসম্যানরা।
একমাত্র কিরন পাওয়েল ছাড়া আর কোন ব্যাটসম্যানই উইকেটে থিতু হতে পারেননি। বাঁহাতি এই ওপেনার সাজঘরে ফিরেন ৮৩ রান করে। উইন্ডিজরা অল আউট হয় ১৯৬ রানে।
প্রথম ইনিংসে ফিফটি হাঁকানো রস্টন চেজ করেন দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান। লেগ স্পিনার কুলদিপ যাদব এই ইনিংসে ভারতের হয়ে নেন ৫ উইকেট। এছাড়াও রবিন্দ্র জাদেজা শিকার করেন ৩ উইকেট।
এর আগে প্রথম ইনিংসে ব্যাট করে ৩ সেঞ্চুরিয়ানের ব্যাটে ভর করে ৯ উইকেটে ৬৪৯ রানের পুঁজি পায় স্বাগতিকরা। অভিষিক্ত ব্যাটসম্যান পৃথ্বী শ করেন ১৩৪।
অধিনায়ক ভিরাট কোহলির ব্যাট থেকে আসে সর্বোচ্চ ১৩৯ রান আর রবিন্দ্র জাদেজা অপরাজিত থাকেন ১০০ রানে। এছাড়াও চেতেশ্বর পুজারার ব্যাট থেকে আসে ৮৩ রান।