পরাজয়ের খুব কাছে বাংলাদেশের নারীরা

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কক্সবাজারে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ১৪ ওভারে ৮৯ রানের লক্ষ্য ছুঁড়েছে পাকিস্তান নারী দল। স্বল্প এই লক্ষ্য তাড়া করতে হিমশিম খেতে হচ্ছে স্বাগতিকদের।
দশ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ২১ রান। ইতিমধ্যে সাতটি উইকেট হারিয়ে বেশ বিপদে সালমা খাতুনরা। প্রথম ওভারেই ওপেনার আয়েশা রহমানকে ১ রানে সাজঘরে ফেরান পাকিস্তানি বোলার আইমান আনোয়ার।
দ্বিতীয় এবং পঞ্চম ওভারে শামিমা সুলতানা এবং নিগার সুলতানাকে হারিয়ে কোণঠাসা প্রায় বাংলাদেশ দল। যথাক্রমে ২ এবং ৬ রান করে ফিরে গেছেন এই দুই ব্যাটসম্যান। যার একটি উইকেট নিয়েছেন আইমান এবং আরেকটি আনাম আমিন।

বাংলাদেশের ব্যাটসম্যানদের ক্রিজে থাকতেই দিচ্ছেন না পাকিস্তানি বোলাররা। ফারজানা হক দুই রান এবং সাজিদা ইসলাম দুই রান করে সাজঘরে ফিরে গেছেন। এরপর ব্যাট হাতে শূন্য রানে ফিরে গেছেন লতা মণ্ডল।
ফাহিমা খাতুন আউট হন তিন রান করে। বর্তমানে ক্রিজে আছেন রুমান আহমেদ (৩) এবং জাহানারা আলম (০)। রিপোর্টটি লেখার সময় বাংলদেশ দলের স্কোর ছিল ১০ ওভার শেষে সাত উইকেট হারিয়ে ২১ রান।
এদিন টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন। বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় খেলা শুরু হতে বিলম্ব হয়েছিল। তাই ২০ ওভারের ম্যাচটি ১৪ ওভারে নামিয়ে আনা হয়।
এদিকে আগেরদিন (মঙ্গলবার) পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টুয়েন্টি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। মাঠ ভেজা থাকার কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ।
বাংলাদেশ একাদশঃ রুমানা আহমেদ, সালমা খাতুন (অধিনায়ক), নিগার সুলতানা, ফারজানা হক, ফাহিমা খাতুন, আয়শা রহমান, শামীমা সুলতানা, জাহানারা আলম, নাহিদা আক্তার, সানজিদা ইসলাম, ,লতা মন্ডল।
পাকিস্তান একাদশঃ জাভেরিয়া ওয়াদুদ (অধিনায়ক), আয়শা জাফর, মুনিব আলী সিদ্দিকী, সিদরা আমিন, নিদা রশিদ, সিদরা নওয়াজ, সানা মীর, আনুম আমিন, নাটালিয়া পারভেজ, আলিয়া রিজা, আইমান আনোয়ার।