বুমরাহ-ভুবনেশ্বরের বিশ্রামে বিস্মিত গাভাস্কার

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ই অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে দলের সেরা দুই পেসার জাসপ্রিত বুমরাহ এবং ভুবনেশ্বর কুমারকে বিশ্রাম দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এমন সিদ্ধান্তে রীতিমত অবাক হয়েছেন ভারতের কিংবদন্তী ক্রিকেটার সুনিল গাভাস্কার।
ভারতীয় দলের নির্বাচকদের কাছে টেস্ট সিরিজ তেমন গুরুত্বপূর্ণ নয়, তাই তাঁরা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক। দলের সেরা বোলারদের টেস্ট সিরিজে নয় বরং সীমিত ওভারের সিরিজে বিশ্রাম দেয়া উচিত বলে মনে করেন ভারতের হয়ে ১২৫টি টেস্ট খেলা এই ব্যাটসম্যান।

'ভারতীয় দল ভুবনেশ্বর এবং বুমরাহ দুইজনকেই বিশ্রাম দিয়েছে, যেটা অনেক অবাক করার বিষয়। এটা দ্বারা বোঝা যায় নির্বাচকদের জন্য টেস্ট ম্যাচ কোন গুরুত্ব বহন করে না। দু'জন বোলারই কি বিশ্রাম চেয়েছিল? যদি বিশ্রাম দিতেই হয় তাহলে সেটা সীমিত ওভারের ক্রিকেট থেকে দেয়া উচিত, টেস্ট ক্রিকেট থেকে নয়। টেস্ট ক্রিকেটে টিকে থাকতে হলে সব সময় দলে সেরা ক্রিকেটারদের প্রয়োজন,' দ্যা টাইমস অব ইন্ডিয়ায় নিজের কলামে লিখেছিলেন গাভাস্কার।
টেস্ট ফরম্যাটে জানুয়ারীতে শেষ খেলেছিলেন ভুবনেশ্বর। চলতি বছর ইংল্যান্ড সফরে তিনটি টেস্ট খেলেছিলেন বুমরাহ। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে এশিয়া কাপে দুইজনই খেলেছেন ভারতের হয়ে।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ পরাজয়ের পর ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই সিরিজে বুমরাহ-ভুবেনশ্বরদের বিশ্রামে বিস্মিত হয়েছেন গাভাস্কার।
চলতি মাসের ৪ তারিখ প্রথম টেস্টের পর সিরিজের দ্বিতীয় টেস্ট ১২ই অক্টোবর থেকে শুরু হবে। ২১ অক্টোবর থেকে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ক্যরিবিয়ানরা। এরপর নভেম্বরের ৪ তারিখ থেকে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে ভারতের মোকাবিলা করবে দলটি।