টুইটারে বাংলাদেশ! বাংলাদেশ!

ছবি: মাশরাফি এবং সৌম্য

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানকে হারিয়ে তৃতীয় বারের মত এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আর বাংলাদেশের এই দুর্দান্ত জয়ের দিন টাইগারদের প্রশংসায় ভাসিয়েছেন ক্রিকেট বোদ্ধারা।
বৃহস্পতিবার পাকিস্তানকে ওয়ানডেতে টানা চতুর্থ বারের মত হারিয়ে শুক্রবারের ফাইনালে জায়গা করে নেয়। শুক্রবার ফাইনালে ভারতের বিপক্ষে লড়বে মাশরাফি বিন মর্তুজার দল।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সাবেক ক্রিকেটার থেকে শুরু করে সবাই টুইটের মাধ্যমে বাংলাদেশ দল এবং খেলোয়াড়দের প্রশংসায় ভাসিয়েছেন। ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার, বাংলাদেশের তরুন স্পিনার মেহেদি হাসান মিরাজকে প্রশংসায় ভাসিয়েছেন। তিনি লিখেছেন,

'অসাধারণ প্রতিভাবান ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ। দুর্দান্ত এই অলরাউন্ডারের প্রতিভায় আমি মুগ্ধ। তার আত্মবিশ্বাস তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।'
ভারতের স্পিনার হরভজন সিং টুইটারে মুস্তাফিজ এবং মুশফিকের প্রশংসা করেছেন। টুইট করে সাবেক এই স্পিনার লিখেছেন,
'অভিনন্দন বাংলাদেশকে। মুস্তাফিজ এবং মুশফিক অসাধারণ খেলেছে। তাদেরকেও অভিনন্দন। মুস্তাফিজের চার উইকেট এবং মুশফিকের ইনিংসটিই ম্যাচ জিতিয়েছে তাদের।'
ভারতের সবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ, সাকিব-তামিম বিহীন বাংলাদেশকে জয়ের জন্য শুভকামনা জানিয়েছেন। সাবেক এই মিডেল অর্ডার ব্যাটসম্যান লিখেছেন,
'সাকিব-তামিমের অনুপস্থিতিতে বাংলাদেশ ফাইনালে পৌঁছেছে। তাদেরকে অভিনন্দন জানাতেই হয়। তারা যেভাবে দাপট দেখিয়েছে এবং টুর্নামেন্টে খেলেছে তাদের প্রশংসা করতেই হয়।'