তামিমের অনুপস্থিতি, পাকিস্তানের স্বস্তি

ছবি: ছবিঃ ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে আজ এশিয়া কাপের ফাইনালে যাওয়ার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। দলের সাথে সিনিয়র ক্রিকেটার সবাই থাকলেও নেই ওপেনার তামিম ইকবাল। হাতের ইনজুরির কারণে শেষ হয়ে গিয়েছিল তামিমের এশিয়া কাপ স্বপ্ন।
অনেক স্বপ্ন নিয়ে গিয়েছিলেন এশিয়া কাপে, নিজ মুখেই বলেছিলেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল। ইনজুরি তাঁকে স্বপ্ন পূরণ তো দূরের কথা স্বপ্নের কাছেও যেতে দেয়নি। ফিরিয়ে নিয়ে এসেছে সরাসরি দেশে।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে কব্জির ইনজুরিতে পড়েছিলেন দেশ সেরা এই ওপেনার। কিন্তু দলের প্রয়োজনে ইনজুরি নিয়ে এক হাতে ব্যাট করে নজির রেখে গেছেন। তারপর শুধু দেখে গেছেন সতীর্থদের লড়াই।
খেলতে না পারার অভাব নিজে যেমন অনুভব করছেন, দলে তাঁর অভাব অনুভব করছে পুরো বাংলাদেশ। আর পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচে একটু বেশিই অনুভব হবে তামিমের অভাব।
কারণ বরাবরই পাকিস্তানের সাথে মুখোমুখি দেখায় দুর্দান্ত পারফর্মেন্স করে গেছেন তামিম। ওয়ানডে ফরম্যাটে ১৬টি ইনিংসে ব্যাটিং করেছেন পাকিস্তানের বিপক্ষে। ৪৫ গড়ে সংগ্রহ করেছেন ৬৭৬ রান।
পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্মেন্স করে তুলে নিয়েছেন দুটি শতক এবং পাঁচটি অর্ধশতক। ম্যাচ সেরা হয়েছেন একবার। আবার পাকিস্তানের বিপক্ষে সিরিজ সেরার পুরষ্কারও আছে তামিমের।
স্বভাবতই এশিয়া কাপের সেমিফাইনাল খ্যাত আজকের (বুধবার) ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দেশ সেরা ওপেনার তামিমের অভাব অনুভব করবে সবাই। অন্যদিকে তামিম না থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলবে পাকিস্তানীরা। কারণ তাঁদের বিপক্ষে নিয়মিত ভাল করা পারফর্মার তামিম যে নেই।