promotional_ad

ঘুণে ধরেছে পাকিস্তানের আত্মবিশ্বাসে: আর্থার

ছবিঃ ক্রিকইনফো
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করতে বুধবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শক্তিশালী পাকিস্তান। তবে এই ম্যাচে মাঠে নামার আগে আত্মবিশ্বাসের ঘাটতিতে ভুগছে দলটি।


এমনটাই জানিয়েছেন দলের হেড কোচ মিকি আর্থার। রবিবার ভারতের বিপক্ষে ৯ উইকেটের বড় পরাজয়ের পর এমনটাই জানিয়েছেন তিনি। গ্রুপ পর্ব এবং সুপার ফোরে ভারতের কাছে হার তাদের আত্মবিশ্বাস অনেক খানি কমিয়ে দিয়েছে বলে মনে করেন এই হেড কোচ। 


promotional_ad

'এই মুহূর্তে আত্মবিশ্বাস সংকটে ভুগছে দল। যার প্রভাব ড্রেসিং রুমেও লক্ষ করছি ,তাঁদের মধ্যে একটা ভীতির সৃষ্টি হয়েছে। একটা ক্রিকেট দল হিসেবে এটা সত্যিকারের একটা পরীক্ষা।


যার সবচেয়ে বাজে পারফর্মেন্স নয় উইকেটের পরাজয়। আমরা যেভাবে এই টুর্নামেন্ট শুরু করেছি তা থেকে বের হয়ে আসতে হবে। আমরা এর থেকে ভালো এবং শক্তিশালী দল। '  


টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তানকেই এই আসরের হট ফেভারিটের তকমা দিয়েছিল সবাই। কিন্তু এখন পর্যন্ত মাঠের খেলায় তাঁর ছিটেফোঁটা ও প্রমাণ রাখতে পারেনি তাঁরা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের সাথে হেসে খেলে জিতলেও পরের ম্যাচ ভারতের সাথে হেরেছে তেমন কোন প্রতিরোধ না গড়েই। 


সুপার ফোরে এসেও বিবর্ণ পাকিস্তান। প্রথম ম্যাচে আফগানিস্তানের সাথে জিতলেও বেশ কঠিন পরীক্ষা দিতে হয় তাঁদের। সে ম্যাচে পার পেয়ে গেলেও ভারতের সাথে আবারও হারের তিক্ত স্বাদ ভোগ করে তাঁরা। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাথে হারতে হয় নয় উইকেটের লজ্জাজনক ব্যবধানে।


অন্যদিকে পাকিস্তানের পরাজয়ের দিনে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তাই সেমিফাইলে রূপ নেওয়া এই ম্যাচে পাকিস্তানের থেকেও মানসিক এবং আত্মবিশ্বাসের দিক দিয়ে এগিয়ে মাঠে নামবে বাংলাদেশ। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball