জবাব দিতে পারবে তো পাকিস্তান?

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপকে ঘিরে সব সময়ই উত্তেজনা বিরাজ করে ক্রিকেট বিশ্বে। আর সেটা যদি হয় চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচ তাহলে আরও বেশি রোমাঞ্চকর পরিবেশ তৈরি হয় চারপাশে।
আগামীকাল ২৩ তারিখ রবিবার আবারও মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে চির দুই প্রতিদ্বন্দ্বীর মাঠের লড়াই।
২০১৮ এশিয়া কাপের সুপার ফোরের এই ম্যাচকে ঘিরে চলছে অন্তহীন উত্তেজনা। শুধু দুই দলের দর্শক নয়, ক্রিকেটাররাও জড়িয়ে আছে এই উত্তেজনায়। ইতিমধ্যে সুপার ফোরের প্রথম দুইটি ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে দুই দলই।
বাংলাদেশের বিপক্ষে ভারত তুলে নিয়েছে সাত উইকেটের বিশাল জয়। পাকিস্তান জিতেছে ক্রিকেটে গর্জে ওঠা দল আফগানিস্তানের বিপক্ষে। শ্বাসরুদ্ধকর ঐ ম্যাচে তিন উইকেটের জয় তুলে নিয়েছিল পাকিস্তান। যার সুবাদে ফাইনালের দিকে এক ধাপ এগিয়ে গেছে ভারত এবং পাকিস্তান।
কিন্তু এবারের এশিয়া কাপে ফাইনাল খেলার দৌড়ে টিকতে হলে ২৩ তারিখের ম্যাচটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর পাকিস্তানের জন্য ম্যাচটি একটু বেশিই গুরুত্ব রাখে। কারণ গ্রুপ পর্বের দেখায় ভারতের বিপক্ষে আট উইকেটের বিশাল ব্যবধানে হেরেছিল দলটি।
স্বভাবতই ভারতকে হারিয়ে গত ম্যাচ হারের জবাব দিতে চাইবে পাকিস্তান। ক্রিকেটের চিরপ্রতিদ্বন্দ্বীতা বলে কথা। টুর্নামেন্ট শুরুর আগে সবুজ পোশাকের দলটির ক্রিকেটাররা বলেছিলেন ২০১৭ চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে হারিয়ে আত্মবিশ্বাসের দিকে এগিয়ে থাকবেন তাঁরা।
কিন্তু গত দেখায় তার উল্টো চিত্র দেখা গেলেও এবার তো অবশ্যই নিজেদের প্রমাণ করতে চাইবে দলটি। এদিকে টুর্নামেন্টে এখন অবধি পরাজয়ের মুখ না দেখা ভারত তো আছে আত্মবিশ্বাসের চূড়ায়।
এছাড়া সরফরাজদের বিপক্ষে গত ম্যাচ জিতে এশিয়া কাপে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ভারত। এশিয়া কাপে দুই দল মুখোমুখি হয়েছে ১২ বার। ছয়টিতে জয়ী ভারত আর পাকিস্তানের জয় পাঁচটিতে। বাকি একটি ম্যাচের ফলাফল পাওয়া যায়নি।

তবে ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটে ১৩০টি ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। যেখানে ভারতের ৫২ ম্যাচের বিপরীতে পাকিস্তান ম্যাচ জিতেছে ৭৩টি। সব ম্যাচের পরিসংখ্যান হিসেবে পাকিস্তান এগিয়ে থাকলেও এশিয়া কাপের পারফর্মেন্সে দুই দলই ঊনিশ-বিশ।
অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ইনজুরিতে তাঁদের সাথে নতুন করে যুক্ত হয়েছেন অলরাউন্ডার রবিন্দ্র যাদেজা। বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেই চার উইকেট তুলে নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। এছাড়া অক্ষর প্যাটেল ও শার্দুল ঠাকুরের ইনজুরিতে স্কোয়াডে যোগ দিয়েছেন দীপক চাহার এবং সিদ্ধার্থ কউল। যদিও নেট বোলার হিসেবে ভারতীয় দলের সাথে আরব আমিরাত গিয়েছিলেন এই পেসার।
এদিকে আফগানিস্তানের বিপক্ষে খেলা সুপার ফোরের নিজেদের প্রথম ম্যাচে পেসার বোলার মোহাম্মদ আমিরকে বিশ্রাম দিয়েছিল পাকিস্তান। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ আগামী কালের এই ম্যাচে আমিরকে দলে আবারও ডাক দিতে পারে পাকিস্তান।
চোখ থাকবে যাদের উপরঃ
রোহিত শর্মাঃ এবারের এশিয়া কাপে ভারতীয় অধিনায়ক তিনি। ব্যাট হাতে ভারতের টপ অর্ডারের ভরসা এই ব্যাটসম্যান। সুপার ফোরের প্রথম ম্যাচেও বাংলাদেশের বিপক্ষে ৮৩ রান করে অপরাজিত ছিলেন ভারতীয় অধিনায়ক। শুধু এ ম্যাচ নয় প্রথম দেখায় পাকিস্তানের বিপক্ষে ৫২ রান করেছিলেন তিনি।
জাসপ্রিত বুমরাহঃ এশিয়া কাপে এই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাদা বলের ক্রিকেটে ফিরেছেন জাসপ্রিত বুমরাহ। হাই ভোল্টেজ ম্যাচে ফিরেই চিরচেনা পারফর্মেন্স দেখিয়েছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে নিয়মিত উইকেট শিকার করেছেন তিনি।
কেদার যাদবঃ পার্ট টাইম অফ স্পিন দিয়ে এশিয়া কাপে ভারতের খেলা দুইটি ম্যাচেই সবার নজর কেড়েছেন তিনি। হংকং ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচে মিডেল ওভারে মিতব্যয়ী বোলিং এর সাথে উইকেট আদায় করে নিয়েছেন তিনি। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালের ম্যাচেও মোড় ঘুরিয়েছিলেন তিনি।
শোয়েব মালিকঃ পাকিস্তানের ব্যাটিং লাইন-আপের প্রধান শক্তি অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। গতকাল আফগানিস্তানের বিপক্ষে ৪৩ বলে ৫১ করে দলকে জয়ের বন্দরে নোঙর করাতে পেরেছিলেন এই ব্যাটসম্যান।
বাবর আজমঃ সরফরাজদের মিডেল অর্ডারের আরেক ভরসার নাম। ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান ৪৯টি ওয়ানডে খেলেছেন, যেখানে তাঁর ব্যাটিং গড় ৫৪.৩৩। গতকালের ম্যাচে ৬৬ রান করে দলের জয়ে অনেক বড় অবদান রেখেছিলেন তিনি।
হাসান আলিঃ পাকিস্তানের বোলিং বিভাগের প্রধান শক্তি। যদিও ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে কোন উইকেট পাননি এই বোলার। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাত্র ২.৯২ ইকোনমিতে বোলিং করে তিন উইকেট নিয়েছিলেন এই ডানহাতি পেসার।
পিচ ও কন্ডিশনঃ
এশিয়া কাপের উইকেট গুলো শুরুতে ব্যাট করা দলের পক্ষে কথা বলছে। প্রচণ্ড গরম ও উইকেটের ক্রমান্বয়ে মৃত আচরণ পরে ব্যাট করা ব্যাটসম্যানদের কাজ কঠিন করে তোলে। ভারত-পাকিস্তানের এই ম্যাচেও একই চিত্র দেখা যাবে। দুই অধিনায়কই চাইবেন টসে জিতে শুরুতে ব্যাট করে বড় স্কোর গড়তে।
ভারতের স্কোয়াডঃ
রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, আম্বাতি রাইডু, মনিশ পাণ্ডে, কেদার জাদভ, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহাল, রবিন্দ্র জাদেজা, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, খলিল আহমেদ, সিদ্ধার্থ কোল।
পাকিস্তান স্কোয়াডঃ
ফখর জামান, ইমাম উল-হক, শান মাসুদ, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলি, হারিস সোহেল, শাদাব খান, মুহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, হাসান আলী, মোহাম্মদ আমির, জুনাইদ খান, উসমান খান সিনওয়ারি, শাহীন আফ্রিদি।