আমাদের তামিম নেই, আপনাদের কোহলি নেইঃ মাশরাফি
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তামিম ইকবাল এবং ভিরাট কোহলি বাংলাদেশ-ভারত দুই দলের ব্যাটিং বিভাগের খুঁটিস্বরূপ। এই দুইজনকে ছাড়াই আজ মুখোমুখি হবে দল দুটি। বিশ্ব মানের এই ক্রিকেটারদ্বয় না থাকায় দুই দলই সমান সুবিধা এবং অসুবিধার সম্মুখীন হবে।
ভারতীয় এক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তামিমের গুরুত্বের কথা বলেছেন নির্দ্বিধায়। ভিরাট কোহলির অনুপস্থিতে বাংলাদেশ যদি সুবিধা পায় তাহলে তামিম না থাকায় ভারতও সুবিধা পাবে এই নিয়ে সন্দেহ নেই মাশরাফির মনে।

তাই এমনই একটি প্রশ্নের জবাবে মাশরাফি বলেছিলেন, 'আমাদেরও তো তামিম ইকবাল নেই। এটাও আপনাদের জন্য সুবিধা হওয়ার কথা।'
বাংলাদেশ দলের জন্য তামিম কতটা গুরুত্ব বহন করে তা পরিসংখ্যান দেখলে পুরোপুরি পরিষ্কার। তামিম ইকবালকে ছাড়া খেলা শেষ ১২টি ম্যাচের দশটিতেই হেরেছে টাইগাররা। আর এই তামিমকে ছাড়াই এশিয়া কাপের বাকি ম্যাচগুলো খেলতে হচ্ছে বাংলাদেশকে।
টুর্নামেন্টের প্রথম ম্যাচেই লঙ্কান বোলার সুরাঙ্গা লাকমলের বলে কব্জিতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন বাংলাদেশ। সেখানেই শেষ হয়ে যায় দেশ সেরা এই ওপেনারের এশিয়া কাপ স্বপ্ন।
আর বাংলাদেশ হারায় টপ অর্ডারের সবচেয়ে বড় স্তম্ভ। যা ভালভাবেই ভোগাচ্ছে দলকে। অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও থাকবেন না বাঁহাতি এই ওপেনার।