বিশ্বকাপ খেলতে অবসর ভাঙ্গবেন দিলশান?

ছবি: ছবিঃ ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান এশিয়া কাপ থেকে সবার আগে বিদায় নিয়েছে শ্রীলংকা। সেই সঙ্গে ২০১৫ বিশ্বকাপের পর থেকে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছেনা লঙ্কানরা।
আর দলের এমন খারাপ অবস্থায় সাবেক ক্রিকেটার তিলকরত্নে দিলশান ইঙ্গিত দিয়েছেন আবারও ক্রিকেটে ফেরার। শুধু তাই নয়, ২০১৯ বিশ্বকাপের অংশ নিতে চান এই ডানহাতি ব্যাটসম্যান।

দিলশানের ক্রিকেটে ফেরার বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করেছেন বিবিসির রিপোর্টার ও প্রযোজক আজ্জাম আমিন। তিনি নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন,
'সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার তিলকারত্নে দিলশান (৪২) আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়েছেন। কেননা জাতীয় দল এখন খুব সংগ্রাম করছে। তিনি লাক এফএম রেডিওতে জানিয়েছেন, ২০১৯ বিশ্বকাপে খেলতে চান। কয়েকটি কারণে অবসরে গিয়েছিলেন বলেও জানিয়েছেন তিনি।'
২০১৬ সালে ডাম্বুলায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে ক্রিকেটকে বিদায় বলেছিলেন দিলশান। দেশের হয়ে ৩৩০ টি ওয়ানডে খেলা এই লঙ্কান ১০২৯০ রানের মালিক এই ফরম্যাটে।
দলের এই অবস্থায় যদি দিলশান অবসর ভেঙ্গে ফেরেন, তাহলে শ্রীলংকা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবে। তবে ম্যাচ ফিটনেসের একটা বিষয় রয়েছে, কারণ ২ বছরের বেশি সময় ধরে ক্রিকেটার বাইরে আছেন এই লঙ্কান।