কোহলি ছাড়াও ভারত শক্তিশালীঃ সরফরাজ

ছবি: ছবিঃ ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
হংকংকে উড়িয়ে এশিয়া কাপ মিশনটা দারুন ভাবে শুরু করেছে পাকিস্তান। গ্রুপপর্বের শেষ ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নামবে দলটি।
বিশ্রামের কারণে এশিয়া কাপে ভারতীয় দলে নেই অধিনায়ক কোহলি। তবে এরপরেও রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতকে হালকে ভাবে নিচ্ছেন না পাক দলপতি সরফরাজ আহমেদ। কোহলি না থাকলেও স্বস্তির কিছু নেই বলেও মনে করেন তিনি। সফরাজ জানান,

'তাদের দলে অনেক ভালো ক্রিকেটার আছে যারা দলের নিয়মিত পারফর্মার। কোহলি নেই বলে যে তাঁরা দুর্বল এটা ভাবলে ভুল হবে। দলটির ব্যাটিং অনেক শক্তিশালী। আশা করছি ভালো লড়াই হবে এই ম্যাচে।'
গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়েই শিরোপা ঘরে তুলেছিল পাকিস্তান। কিন্তু পাক দলপতি মনে করেন, সেই ম্যাচের কথা এখন ভাবলে চলবেনা। ফাইনাল থেকে অবশ্যই আত্মবিশ্বাস পেয়েছে তার দল। তবে সব পেছনে ফেলেই নতুন ভাবে আবারও ভারতকে হারাতে মাঠে নামবেন তাঁরা বলে উল্লেখ করেন সরফরাজ। তাঁর ভাষায়,
'চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলাম আরও এক বছর আগে, সেটা পেছনে রয়ে গিয়েছে। ওইটা মাথায় রেখে ভারতের বিপক্ষে মাঠে নামলে চলবে না। সেখানকার কন্ডিশন ভিন্ন ছিল আর এখানকার ভিন্ন। অবশ্যই সেটা আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে আগামী ম্যাচের জন্য।'
উল্লেখ্য যে, বি গ্রুপের শেষ ম্যাচে বুধবার ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে ভারত-পাকিস্তানের এই লড়াই।