বাংলাদেশ অগ্রগামী, শ্রীলংকা পশ্চাৎগামীঃ আকাশ চোপড়া

ছবি: ছবিঃ ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
ফিল্ডিংয়ের সময় ৪টি ক্যাচ ফেলেছেন লঙ্কান ফিল্ডাররা। আর এতো ক্যাচ মিস করলে আসলে পরে আর ম্যাচে ফেরা যায়না। এমনই মন্তব্য করেছেন ভারতের সাবেক টেস্ট ওপেনার আকাশ চোপড়া।
মূলত ক্যাচ মিসের মাশুল দিতে হয়েছে লঙ্কানদের। সেই সঙ্গে মুশফিকুর রহিমের অসাধারণ ইনিংস তাকে মুগ্ধ করেছে।

শেষের দিকে তামিম যে মুশফিককে ভাঙ্গা হাত নিয়ে তাকে সঙ্গ দিতে নেমেছিলেন সেটার জন্য টাইগার ওপেনারকে প্রশংসায় ভাসান তিনি। আকাশ চোপড়া বলেন,
'ক্যাচ মিসের মাশুল দিয়েছে লঙ্কানরা। কথায় আছে ক্যাচ মিস তো ম্যাচ মিস। আর এই সুযোগটাকেই কাজে লাগিয়েছে তামিম এবং মিথুন। দুজন অসাধারণ খেলেছে।
মাঝে আবার খেই হারালেও একদম শেষ পর্যন্ত টিকে ছিলেন মুশফিক। অসাধারণ ব্যাট করেছে সে। তাকে শেষের দিকে দারুন সঙ্গ দিয়েছেন তামিম ইকবাল। ব্যাটিং বোলিং দুই বিভাগেই দারুন ছিলেন তাঁরা।'
এদিকে আকাশ চোপড়া আরও মনে করেন, বি গ্রুপ মরন গ্রুপ হওয়ায় শ্রীলংকার জন্য কাজটা কঠিন হয়ে পরেছে। দিনে দিনে বাংলাদেশের উন্নতি চোখে পরার মত তাঁর কাছে। আকাশ আরও বলেন,
'বলতেই হয় গ্রুপ অফ ডেথে কাজটা আরও কঠিন হয়ে গেল শ্রীলংকার জন্য। দিনদিন বাংলাদেশ পারফর্মেন্স দিয়ে এগুচ্ছে আর শ্রীলংকা পেছনে যাচ্ছে।'