তামিমের বীরত্বে আত্মবিশ্বাস পেয়েছিল বাংলাদেশঃ সায়মন ডুল

ছবি: ছবিঃ ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের পারফর্মেন্স দেখে টাইগারদের প্রশংসায় ভাসিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার এবং ধারাভাষ্যকার সায়মন ডুল।
তিনি মনে করেন, প্রত্যেক বিভাগেই দারুন খেলেছে বাংলাদেশ দল। সেই সঙ্গে উইকেট রক্ষক মুশফিককে তাঁর অসাধারণ ব্যাটিংয়ের জন্য প্রশংসায় ভাসান তিনি। ক্রিকবাজকে তিনি বলেন,
'বাংলাদেশ খুব ভালো খেলেছে। প্রত্যেক বিভাগেই তাঁরা নিজেদের সেরাটা দিয়েছে। মুশফিক এবং মিথুনের জুটি তাদের ম্যাচে ফিরিয়েছে, আর শেষের দিকে মুশফিকের অসাধারণ ব্যাটিং।

ব্যাটিংয়ের পাশাপাশি টাইগারদের বোলিংয়েরও প্রশংসা করেন ডুল। এমন ফ্ল্যাট উইকেটে প্রতিপক্ষকে এতো সহজে অলআউট করে দেয়ার কাজটা সহজ ছিলনা।'
আর শেষের দিকে ইনজুরি আক্রান্ত তামিম ইকবাল যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তাতে মুগ্ধ হয়েছেন এই কিউই। ডুল আরও মনে করেন, তামিমের শেষের দিকে ব্যাট করতে নেমে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। তাঁর ভাষায়,
'বোলিংয়েরও প্রশংসা করতেই হয় তাদের। এমন ফ্ল্যাট উইকেটে বোলিং করাটা সহজ ছিলনা। তাদের খেলা দেখে আমি প্রভাবিত, অসাধারণ একটি দল। ব্যাটিং শেষ হওয়ার সাথে সাথে তাঁরা সেই ছন্দ নিয়ে বোলিংও করেছে।
মুশফিকের পাশাপাশি তামিমের বীরত্বের প্রশংসা করতেই হয়। হতে পারে এই কারণেই তাঁরা বোলিংয়ের সময় আরও বেশি আত্মবিশ্বাসী ছিল।'
শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচে জিতে সুপার ফোর পথে এক কদম এগিয়ে গিয়েছে বাংলাদেশ দল। ২০ তারিখ আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে মাশরাফিরা।