promotional_ad

পরিসংখ্যানে এগিয়ে শ্রীলঙ্কা, পারফর্মেন্সে বাংলাদেশ

বাংলাদেশ-শ্রীলঙ্কা, ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শেষবার ওয়ানডে ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজে দেখা হয়েছিল বাংলাদেশ-শ্রীলঙ্কার। এবার আবার মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি। ১৫ই সেপ্টেম্বর (শনিবার) শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যকার ম্যাচ দিয়েই ২০১৮ এশিয়া কাপের পর্দা উন্মোচিত হবে।


আর এই ওয়ানডে ফরম্যাটে অন্য দুই ফরম্যাটের তুলনায় একটু বেশিই শক্তিশালী টাইগাররা। বর্তমান আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার উপরে সাত নম্বরে অবস্থান মাশরাফির দলের।


তবে উন্নতিটা সম্প্রতি সময়ে। কারণ পরিসংখ্যান বলছে সেই কথা। ওয়ানডে ফরম্যাটে এই দুই দলের দেখা হয়েছিল সর্বমোট ৪৪ বার। যেখানে মাত্র ছয় বার জিততে সক্ষম হয়েছিল টাইগাররা।


promotional_ad

টানা ১৬ ম্যাচ পরাজয়ের পর ২০০৬ সালে ঘরের মাঠে প্রথমবার লঙ্কানদের বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। হাবিবুল বাশারের নেতৃত্বে সেই ম্যাচে চার উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা। এরপর আবার টানা ৮ ম্যাচের হার।


এরপরে জয়টাও এসেছিল ঘরের মাঠে। ২০০৯ সালে ত্রিদেশীয় সিরিজে পাঁচ উইকেটে জয়সুরিয়া-সাঙ্গাকারাদের হারিয়েছিল আশরাফুলের দল। লঙ্কানদের বিপক্ষে এরপরের জয়ের অর্জনটি ছিল ২০১২ সালের এশিয়া কাপে।


মুশফিকুর রহিমের হাত ধরে সেবার পাঁচ উইকেটের জয় তুলতে সক্ষম হয় বাংলাদেশ। আর এশিয়া কাপের সেই আসরেই প্রথম বারের মতো ফাইনাল খেলার গৌরবও অর্জন করে টাইগাররা।


তবে লঙ্কানদের মাটিতেও জয়ের রেকর্ড আছে বাংলাদেশের। ২০১৩ সাল বৃষ্টি আইনের ম্যাচে তিন উইকেটের জয় পেয়েছিল মুশফিক বাহিনী। ২০১৭ সালে আবারও লঙ্কানদের ঘরের মাঠে জয়ের স্বাদ গ্রহণ করেছিল লাল-সবুজের দলটি।


ডাম্বুলার সেই ম্যাচে মাশরাফির অধীনে ৬০ রানের জয় অর্জন করে বাংলাদেশ। এরপরের জয়টি ছিল ত্রিদেশীয় সিরিজে। ঘরের মাঠে ১৬০ রানের বিশাল জয় এসেছিল সেই ম্যাচে। তবে পুরো সিরিজ দাপটের সাথে খেলে ফাইনালে লঙ্কানদের কাছেই হারতে হয় স্বাগতিকদের। 


সেই ম্যাচ নিয়ে ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ৩৬টি ম্যাচ জিতেছিল সিংহ বাহিনী। আর দুইটি ম্যাচের ফলাফল আসে নি। তাই বলাই যায়, জয়ের পাল্লায় এগিয়ে শ্রীলঙ্কা।


তবে বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার নিয়ে গড়া বাংলাদেশের সম্প্রতি পারফর্মেন্স বলছে ভিন্ন কথা। যে কোন দলকে যে কোন পরিস্থিতিতে পরাজয়ের স্বাদ উপহার দিতে পারে দলটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball