শ্রীলংকার বিপক্ষে সাকিবের সার্ভিস পাচ্ছে বাংলাদেশ

ছবি: ছবি - ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই খেলছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এক বিশ্বস্ত থেকে সূত্র তাঁর খেলার বিষয়টি নিশ্চিত হয়া গিয়েছে।
আঙ্গুলের ইনজুরি কারণে এশিয়া কাপে সাকিবের খেলা নিয়ে সংশয় ছিল। কিন্তু বৃহস্পতিবার নিশ্চিত হওয়া গিয়েছে প্রথম ম্যাচ থেকেই সাকিবের সার্ভিস পাচ্ছে বাংলাদেশ দল।
গত মাসে উইন্ডিজদের বিপক্ষে সিরিজ শেষ পবিত্র হজ পালন করতে গিয়েছিলেন তিনি। হজ পালন শেষে যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে সময় কাটিয়েছেন কিছুদিন।

যেকারণে এশিয়া কাপের জন্য টাইগারদের অনুশীলন ক্যাম্পেও ছিলেন না এই বাঁহাতি ব্যাটসম্যান। এছাড়াও আঙ্গুলের ইনজুরির কারণে কয়েকদিন বিশ্রামে ছিলেন তিনি।
ধারণা করা হচ্ছিল ইনজুরির কারণে এশিয়া কাপে নাও খেলতে পারেন সাকিব। তবে সাকিব নিজেই সাফ জানিয়ে দিয়েছেন এশিয়া কাপ শেষেই অস্ত্রোপচার করাবেন এই অলরাউন্ডার।
চলতি বছরের শুরুতে শ্রীলংকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আঙ্গুলে চোট পান তিনি। যেকারণে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেন নি তিনি। এরপর চোট কাটিয়ে ফিরলেও এখনও আঙ্গুলে সমস্যা রয়েছে তাঁর।
১৫ তারিখ শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ২০ তারিখ আফগানদের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়বে টাইগাররা। সবগুলো ম্যাচই হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।
এশিয়া কাপের বাংলাদেশ দল:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও আবু হায়দার।