আমেরিকায় ক্রিকেট প্রসারে লারা

ছবি: ব্রায়ান লারা

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৯ সালের ৩০ মে থেকে ১৪ জুলাই ইংল্যান্ডের মাটিতে বসবে ক্রিকেট বিশ্বকাপ। আর এই আসরকে সামনে রেখে বিশ্বকাপ ট্রফি নেমেছে বিশ্ব ভ্রমণে! তারই প্রেক্ষিতে ট্রফি এখন অবস্থান করছে আমেরিকাতে।
ক্যারিবিয়ান কিংবদন্তী ব্যাটসম্যান ব্রায়ান লারার হাতের ছোঁয়ায় ট্রফিটি সেখানকার একটি স্কুলে উন্মোচিত হয়েছে। যদিও আমেরিকাতে ক্রিকেট ততটা জনপ্রিয় নয়।

আর তাই সেখানে ক্রিকেটকে আরো পরিচিতি দিতে এবং জনপ্রিয় করে তুলতেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এমন উদ্যেগ। ট্রফি উন্মোচনকালে লারা বলেন,
'আমেরিকায় প্রধান খেলা ক্রিকেট নয়। তবে এটিকে আমেরিকার প্রধান খেলা করতেই আমরা পছন্দ করব। নিউজার্সিতে এসে আমি ক্রিকেট বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেছি এবং এখানে এসে স্কুলের বাচ্চাদের সাথে অসাধারণ একটি দিন কাটিয়েছি।
'বাচ্চাদের জিজ্ঞেস করেছি যে আমি জানতে চাই তোমরা কারা ক্রিকেট সম্পর্কে জান? যখন এই প্রশ্নটা করেছি বেশীরভাগ বাচ্চাই হাত তুলেছে। এই থেকে বোঝা যাচ্ছে আমেরিকাতে ক্রিকেট ছড়িয়ে পড়ছে। যা ক্রিকেটের জন্য অনেক বড় একটি বিষয়। আমেরিকার মত একটি দেশে ক্রিকেট জনপ্রিয় না হয়েও মানুষ এর সম্পর্কে ধারনা রাখে।'
২৭ই আগস্ট আইসিসির সদর দপ্তর দুবাই থেকে শুরু হয়েছিল বিশ্বকাপ ট্রফির যাত্রা। পাঁচটি মহাদেশের মোট ২১টি দেশের ৬০টি শহর ভ্রমণ করার কথা ট্রফিটির।
সামনের মাসের ১০ তারিখে বাংলাদেশে আসার কথা রয়েছে। আর এই ভ্রমণ শেষে ইংল্যান্ডের বিখ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ট্রফিটি প্রবেশ করবে।