ইনজুরিতে ক্রিকেটাররা, তবুও স্বস্তিতে মারিও

ছবি: মারিও ভিল্লাভারায়ন, ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গত কয়েক বছরের তুলনায় বর্তমানে অনেক বেশিই ম্যাচ খেলছে বাংলাদেশ দল। কিন্তু সে তুলনায় ক্রিকেটারদের ফিটনেসে তেমন কোন প্রভাব পড়ছে না। আগের চেয়ে বর্তমানে দলের ক্রিকেটাররা আরও বেশি ফিট।
বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত ম্যানেজারের দায়িত্ব নিয়ে আরব আমিরাতে যাওয়া ফিজিও মারিও ভিল্লাভারায়ন তুলনাটি করেছেন। তবে ভারত, ইংল্যান্ডের মতো বেশি খেলা হয় না বিধায় কিছুটা স্বস্তিতে আছে দলের ক্রিকেটাররা।
কিন্তু মারিও জানিয়েছেন, এমন ফিটনেসে সন্তুষ্ট হলে হবে না। ক্রিকেটারদের সক্ষমতা এর আরও বহুগুণ বৃদ্ধি করতে হবে। কোচিং স্টাফদের পরামর্শ মতো চলতে হবে খেলোয়াড়দের।

তামিম-সাকিব সহ এশিয়া কাপের স্কোয়াডে থাকা বেশ কিছু ক্রিকেটার ইনজুরির কারণে রয়েছেন না খেলার শঙ্কায়। এমন পরিস্থিতিতেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ফিজিও মারিও ভিল্লাভারায়েন।
'গত চার বছর আগে আমরা যেমন ক্রিকেট খেলতাম, এখন তার চেয়ে বেশি খেলছি। তবে এখনও ভারত, ইংল্যান্ড এবং আরো কয়েকটা দেশের মতো বেশি ক্রিকেট আমরা খেলছি না। সে হিসেবে কিছুটা স্বস্তির সুযোগ আছে।
'আমাদের যা আছে, তার সক্ষমতা আরো বাড়াতে হবে। খেলোয়াড়দের বুঝতে হবে যে আমরা তাদের কী বলছি? গত চার বছরের তুলনায় এখন খেলোয়াড়দের ফিটনেস ভালো।'
ক্রিকেটারদের ফিটনেস নিয়ে বলতে গিয়ে নিজের প্রশংসাও খানিকটা করে নিয়েছেন তিনি। লঙ্কান প্রথম শ্রেণীর ক্রিকেটে ১১৬টি ম্যাচ খেলছিলেন মারিও। তাই ক্রিকেটার হিসেবে ক্রিকেটের বিভিন্ন স্কিল সম্পর্কে তাঁর ধারণা রয়েছে।
তাই মারিও বলেছেন, টাইগার ক্রিকেটারদের নিজের সাধ্যের মধ্যে স্কিলের ব্যাপারে সাহায্য করতে পারবেন তিনি।
'আর একটা কথা হলো, আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু ক্রিকেট, তাই শুধু ফিটনেস নিয়ে নয়; আমি অন্যান্য স্কিল নিয়েও খেলোয়াড়দের সাহায্য করতে পারি।'