টাইগারদের মাথা ব্যথার কারণ হবেন মালিঙ্গা?

ছবি: লাসিথ মালিঙ্গা

|| ডেস্ক রিপোর্ট ||
দুয়ারে কড়া নাড়ছে এশিয়া কাপ। দিনের হিসেবে আর পাঁচ দিন পরেই দলগুলোর মাঝে শুরু হবে এশিয়ার সেরা হওয়ার লড়াই।
গত তিন আসরের দুই ফাইনাল খেলা বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ নিয়েই রবিবার দলবল নিয়ে পাড়ি জমিয়েছে মরুর দেশ আরব আমিরাতে। টুর্নামেন্টের শুরুতেই গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের বাধা শ্রীলংকা।
চ্যাম্পিয়ন হতে হলে লঙ্কান বাধা শক্ত হাতে প্রতিহত করতে হবে মাশারাফি,সাকিবদের। শুধু মাঠের খেলায় নয় লঙ্কান শিবিরে মাঠের বাইরে থেকেও খেলবেন একজন।

তিনি আর কেউ নন, এদেশের ক্রিকেটারদের সাবেক গুরু হাতুরুসিংহে। তার মাস্টার ক্লাস কৌশলের দিকে তীর্যক নজর রেখেই খেলতে হবে বাংলাদেশকে।
লঙ্কান দলে দীর্ঘদিন পর দলে ডাকা হয়েছে লাসিথ মালিঙ্গাকে। ধারনা করা হচ্ছে হাতুরুর বড় পরিকল্পনার অংশ হিসেবেই দলে ডাকা হয়েছে এই পেসারকে। তা অনেকটা স্পষ্ট মালিঙ্গার বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানদের অতীত পারফর্মেন্স দেখা গেলে।
বাংলাদেশের বিপক্ষে ১৩ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মালিঙ্গা, নিয়েছেন ২০ টি উইকেট। ইকোনমি তো চোখ আকাশে তোলার মত, মাত্র ৩.৯২! যেখানে তার ক্যারিয়ার ইকোনমি পাঁচেরও উপরে।
২০১৭ সালের সেপ্টেম্বর মাসে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ইনজুরিতে পরায় আর মাঠে নামা হয়নি মালিঙ্গার। নিজেকে বিভিন্ন সময় ফিট দাবি করলেও হাতুরুর নজর কাড়তে পারেননি এক সময়কার খুনে এই বোলার।
তবে এশিয়াকাপের আগে মালিঙ্গাকে আবারো দলে ডাকা যে হাতুরুর নিখুঁত পরিকল্পনার অংশ তা বোঝাই যাচ্ছে। আসন্ন এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে এই মালিঙ্গাকে চোখকান খোলা রেখেই সামলাতে হবে বাংলাদেশি ব্যাটসম্যানদের।