বাটলার বিশ্বের সব বোলারদের হুমকি?

ছবি: ছবিঃ সংগৃহীত

সাবেক অ্যাশেজ জয়ী অধিনায়ক মাইকেল ভন ইংলিশ ব্যাটসম্যান জস বাটলারের ব্যাটিং এর ভূয়সী প্রশংসা করেছেন। ভারতের বিপক্ষে নটিংহ্যাম টেস্টে সেঞ্চুরির পর চলমান ওভাল টেস্টে দলের বিপদে ৮৯ রানের ইনিংস খেলে প্রশংসা কুড়িয়েছেন এই ইংলিশম্যান।
ইংলিশদের প্রথম ইনিংসে ১৮১ রানে ৭ উইকেট পতনের পর লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে দলের স্কোর ৩৩২ রানে পৌঁছে দেন তিনি। দলের বিপদে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ফের ইংলিশদের মান বাঁচিয়েছেন জস বাটলার।
ভারতীয় পেসারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে বাকি ইংলিশ ব্যাটসম্যানরা বার বার ব্যর্থ হলেও বাটলার ছিলেন ভিন্ন। টেস্ট ক্রিকেটে বাটলারের এমন ফর্ম বাকি টেস্ট খেলুড়ে দেশের জন্য হুমকির কারণ হতে যাচ্ছেন, বিশ্বাস মাইকেল ভনের।

'বিশ্বের সকল বোলিং আক্রমণে ভীতি ছরানোর জন্য বাটলার যথেষ্ট। সে এই ফরম্যাটে আত্মবিশ্বাস অর্জন করতে পারলে টপ অর্ডারে খেলার সুযোগ পাবে, তখন সে বড় ইনিংস খেলার বেশি সুযোগ পাবে।
'সাত নম্বরে ব্যাট করে আপনি বেশি সুযোগ পাবেন না। কিন্তু যদি সে পাঁচ নম্বরে ব্যাট করে, তাহলে তাঁর খেলার সেই সামর্থ্য আছে যে কিনা মাটি খুঁড়েও বড় ইনিংস খেলতে পারে।,' বিবিসি টেস্ট ম্যাচ স্পেশাল প্রোগ্রামে বলেছেন ইংল্যান্ডের হয়ে একশ টেস্ট খেলা মাইকেল ভন।
চলতি বছর ইংলিশ ঘরোয়া ক্রিকেটে দারুণ নৈপুণ্য দেখিয়ে টেস্ট দলে ডাক পান বাটলার। এই মৌসুমে তিনি ৭ ম্যাচ খেলে ৫১ গড়ে করেন ৫১০ রান । ইংল্যান্ডের হয়ে তারই ধারাবাহিকতা ধরে রেখেছেন এই হার্ডহিটার ব্যাটসম্যান।