এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি
ছবি: ছবি - ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপ কোয়ালিফাইয়ারের ফাইনালে স্বাগতিক আরব আমিরাতকে দুই উইকেটে হারিয়ে ষষ্ঠ দল হিসেবে আসন্ন এশিয়া কাপে জায়গা করে নিয়েছে হংকং।
বাছাইপর্ব পার করে এশিয়া কাপে জায়গা করে নেয়া দলটি সঙ্গী হয়েছে গ্রুপ 'এ'তে থাকা ভারত এবং পাকিস্তানের। ১৬ তারিখ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে তারা।
এবারই প্রথমবার ছয় দল নিয়ে দুই গ্রুপে শুরু হবে এই আসর। আর সবমিলিয়ে বাংলাদেশের গ্রুপটাকে মরন গ্রুপ বললে ভুল হবেনা। কারণ ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী আরও দুই টেস্ট খেলুড়ে দল শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
১৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর সবগুলো খেলাই হবে আরব আমিরাতের দুই শহর দুবাই ও আবুধাবিতে।এশিয়া কাপের সর্বশেষ তিন আসরই হয়েছে।
২০১২ এবং ২০১৬ সালের এশিয়া কাপে সুখস্মৃতি আছে বাংলাদেশ দলের। দুইবারই রানার্স-আপ হয়েছে বাংলাদেশ। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ সামনে থাকায় তাই এবার ওয়ানডে ফরম্যাটেই খেলা হবে।
এদিকে এশিয়া কাপের এবারের আসরে আবারও দেখা যাবে ভারত-পাকিস্তানের লড়াই। ১৯ তারিখ বি গ্রুপর হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দু'দল।
গ্রুপ পর্ব
১৫ সেপ্টেম্বর- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (দুবাই)

১৬ সেপ্টেম্বর- পাকিস্তান বনাম হংকং (দুবাই)
১৭ সেপ্টেম্বর- শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান (আবুধাবি)
১৮ সেপ্টেম্বর- ভারত বনাম হংকং (দুবাই)
১৯ সেপ্টেম্বর- ভারত বনাম পাকিস্তান (দুবাই)
২০ সেপ্টেম্বর- বাংলাদেশ বনাম আফগানিস্তান (আবুধাবি)
সুপার ফোর
২১ সেপ্টেম্বর- গ্রুপ-এ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-বি রানার্সআপ (দুবাই)
২১ সেপ্টেম্বর- গ্রুপ-বি চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-এ রানার্সআপ (আবুধাবি)
২৩ সেপ্টেম্বর- গ্রুপ-এ চ্যাম্পিয়ন বনাম-গ্রুপ-এ রানার্সআপ (দুবাই)
২৩ সেপ্টেম্বর- গ্রুপ-বি চ্যাম্পিয়ন বনাম-গ্রুপ-বি রানার্সআপ (আবুধাবি)
২৫ সেপ্টেম্বর- গ্রুপ-এ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-বি চ্যাম্পিয়ন (দুবাই)
২৬ সেপ্টেম্বর- গ্রুপ-এ রানার্সআপ বনাম গ্রুপ-বি রানার্সআপ (আবুধাবি)
ফাইনাল
২৮ সেপ্টেম্বর (দুবাই)
*সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়