'ভারতীয় দল ছুঁড়ে ফেলার মতো নয়'

ছবি: অনুশীলনে ভারতীয় ক্রিকেটার, ছবি- সংগৃহীত

।। ডেস্ক রিপোর্ট ।।
ইতিমধ্যে ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হেরে গেছে ভারত। তবে সিরিজ হারলেও মানসিক শক্তি হারায়নি তাঁরা। কারণ ভারতের কোচ রবি শাস্ত্রী এখনও বলছেন, তাঁর দল ছুঁড়ে ফেলার মতো নয়।
ওভালে টেস্ট সিরিজের শেষ ম্যাচ লড়াই করেই খেলবে ভারত। নিজেদের প্রমাণ করতে ঘুরে দাঁড়াবে তাঁরা। খেলার আগেই হেরে যাবে না দল, নিশ্চয়তা দিয়েছেন ১৯৮৬ সালে ভারতের হয়ে ইংল্যান্ডে সিরিজ জেতা এই ক্রিকেটার।
'এই টিম ছুঁড়ে ফেলে দেয়ার মতো না। এটা মাঠেই প্রমাণ হবে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হবে। এবং প্রথমেই হেরে যাওয়ার মতো হবে না এটা নিশ্চিত করতে পারি।'

এশিয়ার বাইরে গত নয়টি টেস্ট সিরিজের মাঝে মাত্র একটিতে জয়ী হয়েছে র্যাঙ্কিংয়ের এক নম্বর দল। শাস্ত্রী মনে করছেন, প্রতিযোগিতা করেই হেরেছে তাঁর দল। তবে এবার প্রতিযোগিতা নয় সরাসরি জিতেই দেখিয়ে দিতে চান তিনি।
বিশেষ করে ইংলিশ তারকা ব্যাটসম্যান অ্যালিস্টার কুকের বিদায়ী ম্যাচে ইংল্যান্ডকে জয়ের স্বাদ দিতে চাইছেন না ভারতীয় সাবেক এই ক্রিকেটার। তাঁর বক্তব্যে এমনই ইঙ্গিত পাওয়া যায়।
'আমার মনে হয় আরও মানসিকভাবে শক্তিশালী হতে হবে। আমরা দেশের বাইরে রান করেছি এবং প্রতিযোগিতা করেছি। কিন্তু বিষয়টি এখন শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, আমাদের এখানে ম্যাচ জিততেই হবে।'
ইংলিশদের বিপক্ষে ভারতের চলতি এই টেস্ট সিরিজ লক্ষ্য করলে দেখা যাবে কয়েকটি ম্যাচে জেতার বন্দরেই ছিল তাঁরা। এজবাস্টনে মাত্র ৩০ রানের হার এবং সাউদাম্পটনে ৬০ রান। এই দুটি ম্যাচ জিতলে সিরিজের রূপ ভিন্নই হতে পারতো ভারতের জন্য।
কিন্তু তা না হলেও শাস্ত্রী মনে করছেন তাঁর দল জানে এখানে কি অর্জন করেছে তারা। যদিও তাঁরা শেষ ম্যাচ হেরে কিছুটা বিষণ্ণ। তাও এই কোচের বিশ্বাস শেষ ম্যাচ জয় দিয়েই শেষ করবে ভারত।
'স্কোরলাইন দেখাচ্ছে ৩-১ ব্যবধানে পিছিয়ে আছি আমরা। মানে আমরা ইতিমধ্যে সিরিজ হেরে গেছি। কিন্তু স্কোরলাইন বলছে না ভারতও ৩-১ হতে পারতো অথবা ২-২ হতে পারতো। কিন্তু আমার দল তা জানে। তারা হয়তো মর্মাহত বিশেষ করে শেষ ম্যাচে হারার পর।'