ভারত-পাকিস্তানের সঙ্গী হংকং

ছবি: ছবিঃ টুইটার

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপে ভারত-পাকিস্তানের গ্রুপে তৃতীয় দল হিসেবে নাম লিখিয়েছে হংকং। বৃহস্পতিবার এশিয়া কাপ কোয়ালিফাইয়ারের ফাইনালে স্বাগতিক আরব আমিরাতকে ২ উইকেটে হারিয়ে এশিয়া কাপে জায়গা করে নেয় হংকং।
এদিন বৃষ্টির কারণে ম্যাচের দীর্ঘ কমিয়ে ২৪ ওভারে নিয়ে আসা হয়। আর প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৭৬ রান স্কোরবোর্ডে যোগ করে আরব আমিরাত।

দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন ওপেনার আশফাক আহমেদ। ৫১ বলে ৯ চার এবং ৬ ছক্কার সাহায্যে ইনিংসটি সাজান এই ওপেনার।
দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে মিডেল অর্ডার ব্যাটসম্যান শামিম আনোয়ার। হংকংয়ের হয়ে একাই ৫ উইকেট নেন আইজাজ খান।
জবাবে ব্যাট করতে নেমে ৩ বল বাকি থাকতে ২ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় হংকং। সর্বোচ্চ ৩৮ রান আসে নিজাকাত খানের ব্যাট থেকে।
এই জয়ে পাকিস্তান-ভারতের সঙ্গে এ গ্রুপে জায়গা করে নেয় দলটি। ১৬ তারিখ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে দলটি। আবার ১৮ তারিখ ভারতের বিপক্ষে মাঠে নামবে তারা।