কোহলি থাকতেও ভারতকে হারিয়েছিঃ মাশরাফি

ছবি: ছবিঃ ইসপিএন

|| ক্রিকফ্রেঞ্জি করেস্পন্ডেন্ট ||
কোহলি কিংবা ভারত কাউকে নিয়ে কোন প্রকার চিন্তা করতেই নারাজ টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জানিয়েছেন, ভারতীয় দলে কোহলি থাকা অবস্থায়ও ভারতকে হারিয়েছিল বাংলাদেশ।
২০১২ এশিয়া কাপে ভিরাট কোহলি সহ ভারতকে পাঁচ উইকেটে পরাজিত করেই ফাইনাল খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৬৬ রান করেছিলেন ভারতের বর্তমান অধিনায়ক। শুধু তাই নয়, ২০১৫ সালে কোহলি সহ ভারতকে ওয়ানডে সিরিজ হারিয়েছিল মাশরাফি বাহিনী।

তিন ম্যাচের ঐ সিরিজি ২-১ ব্যবধানে জয়ী হয়েছিল বাংলাদেশ। তবে নিদাহাস ট্রফির ন্যায় এশিয়া কাপের এই আসরেও বিশ্রাম দেয়া হয়েছে বিশ্বসেরা এই ব্যাটসম্যানকে। তাই কোহলি ছাড়া ভারত কি পরিকল্পনা করবে ওটা সম্পূর্ণই ওদের বিষয়, বলেছেন টাইগার অধিনায়ক।
'এটা আসলে ভারতের ব্যাপার। কোহলি না থাকায় তাঁরা কিভাবে মাইন্ড সেট করবে সেটা তাদের ব্যাপার। অবশ্যই বিশ্বের সেরা খেলোয়াড় সে, ভারতের কি হবে জানি না। তবে আমরা বিশ্বাস রাখি, কোহলি থাকতেও আমরা তাদের হারিয়েছি।'
এদিকে কোহলির অনুপস্থিতিতে সব দলই কিছুটা স্বস্থি অনুভব করবে বলে ধারণা করছেন বাংলাদেশ দলের কাপ্তান মাশরাফি। তবে এখনই ভারতকে নিয়ে ভাবছেন না তিনি। বর্তমানে তাঁর সবচেয়ে বেশি গুরুত্বের জায়গা গ্রুপ পর্বের প্রথম ম্যাচ।
'আবার অন্যান্য দলের জন্য কোহলির না থাকাটাও অনেক বড় সুবিধা, এটাও সত্যি কথা। আমাদের গ্রুপ পর্বে ওদের সাথে কোন খেলা নেই। তাই এখন তাদের নিয়ে ভাবার সুযোগ একটু কম। তবে ব্যক্তিগতভাবে মনে হয়, কোহলির না খেলা সবার জন্যই বড় সুবিধা।'
মূলত টানা ক্রিকেটের সাথে থাকার কারণেই কোহলির ব্যাপারে এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। পাশাপাশি আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ এবং ২০১৯ বিশ্বকাপকে মাথায় রেখেই বিশ্রামে পাঠানো হয়েছে ভারতীয় এই তারকা ক্রিকেটারকে।