দুই বছরে ওয়ালশের প্রাপ্তি

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বুধবার বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব কাঁধে নেয়ার দু'বছর পূরণ হয়েছে উইন্ডিজ সাবেক পেসার কোর্টনি ওয়ালশের। ২০১৬ সালের এই দিনে মাশরাফিদের দায়িত্ব বুঝে নেন তিনি।
দায়িত্ব বুঝে নেয়ার পর তাঁর তত্ত্বাবধায়নে এখন পর্যন্ত ১৩ টেস্ট, ১৯ ওয়ানডে এবং ২১টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছে টাইগাররা। যেখানে তার অধীনে থাকা বেশ কয়েকজন পেসারের পারফের্মন্স নজরে আসার মত।
তবে ওয়ানডেতে তাঁর অধীনে থেকে বেশী সফলতা পেয়েছেন টাইগার কাপ্তান মাশরাফি বিন মুর্তজা, রুব???ল হোসেন এবং মুস্তাফিজুর রহমান। এই তিনজন ছাড়াও অনেকেই আছেন যারা নিজেদেরকে প্রমান করতে সক্ষম হয়েছেন।

ওয়ালশের অধীনে বাংলাদেশী পেস বোলারদের পারফর্মেন্সের একটি চার্ট ক্রিকফ্রেঞ্জির পাঠকদের জন্য তুলে ধরা হলঃ
নাম | ওয়ানডে | টেস্ট | টি-টুয়েন্টি |
মাশরাফি বিন মুর্তজা | ২৬ উইকেট (২১ ম্যাচ), ৫.৪৪ ইকোনমি | ৫ উইকেট (৪ম্যাচ), ৮.৯৪ ইকোনমি | |
মুস্তাফিজুর রহমান | ২৬ উইকেট (১৯ ম্যাচ), ৫.৭৭ ইকোনমি | ২২ উইকেট (৮টেস্ট) ৩৪.৫৯ গড় | ২১ উইকেট (১৪ম্যাচ), ৮.৮৩ ইকোনমি |
রুবেল হোসেন | ২৪ উইকেট (১৯ ম্যাচ), ৫.৭৭ ইকোনমি | ১ উইকেট (৩ ম্যাচ), গড় ২২২ | ২১ উইকেট (১৬ ম্যাচ), ৯.২৫ ইকোনমি |
সৌম্য সরকার | ৪ উইকেট (২০ ম্যাচ), ১১.১৭ ইকোনমি | ||
তাসকিন আহমেদ | ১০ উইকেট (৯ ম্যাচ), ৬.৬০ ইকোনমি | ৭ উইকেট (৫ ম্যাচ), গড় ৯৭ |
৩ উইকেট (৬ ম্যাচ) ১১.২১ ইকোনমি |
কামরুল রাব্বি | ৭ উইকেট (৫ ম্যাচ), ৬০.৪২ গড় | ||
শুভাশিস রায় | ৯ উইকেট (৪ম্যাচ), ৫১.৬৬ গড় | ||
শফিউল ইসলাম | ২ উইকেট (২ম্যাচ), ৭০.৫০ গড় | ||
আবু জায়েদ রাহি | ৭ উইকেট (২ম্যাচ), ২০.৪২ গড় | ||
আবু হায়দার রনি | ২ উইকেট (৬ম্যাচ), ইকোনমি ৭.৮৩ |
চার্টে থাকা পেসারদের ছাড়াও এই তালিকায় আরও আছেন, আবুল হাসান রাজু, মোহাম্মদ সাইফউদ্দিনরা। তবে তাদের পারফর্মেন্স তেমন সন্তোষনজক নয়।
সব মিলিয়ে ওয়ালশের দুই বছর প্রাপ্তির দিনে পরিসংখ্যান বলছে মাশরাফি, রুবেল, মুস্তাফিজরাই দায়িত্ব নিয়ে খেলেছেন। তিন ফরম্যাট মিলিয়ে এই তিনজনই ওয়ালশের মূল হাতিয়ার হিসেবে কাজ করেছেন।