promotional_ad

এশিয়া কাপে লঙ্কান ব্যাটসম্যানদের রাজত্ব

ছবিঃ ক্রিকেট শ্রীলংকা
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্রিকেট থেকে সানাথ জয়সুরিয়া অবসর নিয়েছেন ৭ বছর আগে। কিন্তু এখনও এশিয়া কাপের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকায় রাজত্ব করছেন এই লঙ্কান। 


ওয়ানডে ফরম্যাটে ১৩৪৩০ রানের মালিক এই ব্যাটসম্যান এশিয়া কাপে ২৫ ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ১২২০ রান। প্রায় ৫৪ গড়ে ৬টি শতক এবং ৩ অর্ধশতকের সাহায্যে এই রান করেন তিনি।


promotional_ad

জয়সুরিয়ার পর এই তালিকায় আছেন আরেক লঙ্কান কিংবদন্তী কুমার সাঙ্গাকারা। মোট ২৪ টি এশিয়া কাপের ম্যাচে বাঁহাতি এই উইকেট রক্ষক ১০৭৫ রান সংগ্রহ করেছেন। 


২৩ ম্যাচে ৯৭১ রান নিয়ে এই তালিকার তৃতীয় স্থানে আছেন ভারতের কিংবদন্তী ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। শচীনের পর বর্তমান অধিনায়ক ভিরাট কোহলি রয়েছেন চার নম্বরে। বর্তমানে এশিয়া কাপে তাঁর সর্বমোট রান সংখ্যা ৭৬৬।


কোহলির পর যথাক্রমে আছেন শ্রীলংকার অর্জুনা রানাতুঙ্গা (৭৪১ রান), পাকিস্তানের শোয়েব মালিক (৬৯৬ রান) এবং শ্রীলংকার আরও তিনজন কিংবদন্তী ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে (৬৭৪ রান), অরভিন্দ ডি সিলভা (৬৪৫ রান), মারভান আতাপাত্তু (৬৪২ রান) এবং পাকিস্তানের উমর আকমল (৬১৫)


বাংলাদেশীদের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে আছেন ওপেনার তামিম ইকবাল। ৫৩৭ রান নিয়ে তালিকার ১৭ নম্বরে অবস্থান করছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তবে আসন্ন এশিয়া কাপ দিয়ে তামিমের সামনে সুযোগ রয়েছে সেরা দশে জায়গা করে নেয়ার।   



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball