অধিনায়ককে ছাড়াই পাকিস্তান সফরের ক্যাম্পে অজিরা

ছবি: ছবিঃ টিম পেইন

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ঘরের মাঠে ক্যাম্প করার কথা রয়েছে অস্ট্রেলিয়া দলের। আর ব্রিসবেনের মাঠে চলতি মাস থেকে শুরু হতে যাওয়া এই ক্যাম্পে দলের অধিনায়ক টিম পেইনকে পাচ্ছেনা অজিরা।
৩৩ বছর বয়সী এই ক্রিকেটার ক্যাম্পে না থাকলেও দুই ম্যাচ টেস্ট সিরিজে ঠিকই খেলবেন। আগামী মাসের ৭ তারিখ দুবাইয়ে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট।

মূলত তার ঘরে দ্বিতীয় সন্তানের আগমন ঘটছে বিঁধায় স্ত্রীকে সময় দেয়ার জন্য ক্যাম্পে অংশ না নেয়ার কথা ভাবছেন পেইন। তিনি বলেন,
'আপাতত চিন্তা হচ্ছে পরিবারকে সময় দেয়া, স্ত্রী এবং সন্তানের পাশে থাকতে চাই। তারপরই এখান থেকে মাঠে ফিরতে চাই। আমরা আশা করছি, দশ দিনের মধ্যেই নতুন সন্তানের আগমন ঘটবে। তাদেরকে ৭দিন সময় দিতে পারবো, এরপরই মাঠে ফিরে যাবো।'
চলতি বছরের মার্চে অস্ট্রেলিয়া দলের দায়িত্ব কাঁধে নেন পেইন। বল টেম্পারিংয়ের দায়ে স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পরই তাকে দায়িত্ব দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।
এখন পর্যন্ত অস্ট্রেলিয়াকে মোট ৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন পেইন। যার সবকটিতেই হেরেছে তার দল। এমনকি ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ৫-০'তে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবেছিল অজিরা।
অধিনায়কত্ব পাওয়ার পর ব্যাট হাতেও নিজেকে প্রমান করতে পারেননি তিনি। পাঁচ ইনিংসে ৭.২০ গড়ে মাত্র ৩৬ রান এসেছে তার ব্যাট থেকে।