'ভারতের সাথে সিরিজ জয় আমার অধিনায়কত্বের সেরা অর্জন'

ছবি: রুট ও কোহলি

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড অধিনায়ক জো-রুট জানিয়েছেন ভারতের সাথে সিরিজ জয় তার অধিনায়কত্বের সেরা অর্জন। তাছাড়া ভবিষ্যৎ সাফল্যের জন্য এটা দলকে দারুণ ভাবে অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস তার।
রবিবার ৫ ম্যাচ সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচে ভারতকে ৬০ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় ইংলিশরা। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচ ইংল্যান্ড টানা জিতলেও তৃতীয় ম্যাচে এসে হারতে হয় তাদের।

তবে চতুর্থ টেস্টে আবার চমৎকার ভাবে ঘুরে দাঁড়ায় রুটের নেতৃত্বাধীন ইংল্যান্ড। ইংল্যান্ডের অধিনায়কত্ব গ্রহণের পর থেকে রুট দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেয়েছেন রুট।
নিজের অধিনায়কত্বের সাফল্য বর্ণনা দিতে গিয়ে উচ্ছ্বসিত রুট বলেন, 'আমি মনে করি যা অর্জন করেছি তার থেকে অনেক বড় আত্মবিশ্বাস পেয়েছি। কিছু জিনিস নিয়ন্ত্রণ করেছি এবং আমি স্পষ্ট ভাবে বুঝতে পেরেছি আমরা কিভাবে দীর্ঘমেয়াদে উন্নতি করছিলাম।'
ইংলিশ দলপতি সিরিজ জয়ে তার সতীর্থদের অবদানের কথাও মনে করিয়ে দিতে ভোলেননি। রুটের ভাষ্যমতে, 'এমন কয়েকজন খেলোয়াড় আছে আমাদের যারা দলের যে কোন মুহূর্তে স্বেচ্ছায় এগিয়ে আসে। তারা খুবই বাস্তববাদী এবং কোথায় কখন কি করতে হবে সত্যিই তা ভালো বুঝতে পারে।'
এই জয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বৃদ্ধি করবে বলে বিশ্বাস ইংলিশ অধিনায়কের। তার ভাষায়, 'আমি আশা করি এটা আমাদের জন্য সঠিক দিকনির্দেশনায় একটি বড় পদক্ষেপ, এবং আমরা এটা থেকে এগিয়া যাওয়ার আত্মবিশ্বাস এবং শক্তি পেতে পারি। যখন কেউ বোর্ডের সম্মুখীন হবে যেন তারা বুঝতে পারে যে এই দলের মধ্যে স্বার্থপরতা নেই।'