ফের ইংলিশ কাউন্টিতে রাশিদ খান

ছবি: সাসেক্সের হয়ে বোলিংয়ে রাশিদ খান

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৯ নেটওয়েস্ট টি-টুয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টের জন্য সাসেক্সের হয়ে ফের চুক্তি করেছেন আফগান লেগ স্পিনার রাশিদ খান। তাঁকে দলে পেয়ে অনেক বেশি উচ্ছ্বসিত সাসেক্সের প্রধান কোচ জেসন গিলেস্পি।
এবারের আসরের মতো আগামী আসরেও প্রথম ভাগে সাসেক্সের হয়ে খেলার চুক্তি করেছেন টি-টুয়েন্টির এক নম্বর এই বোলার। এ আসরে ১১ ম্যাচে ১৪.৩৫ গড়ে বোলিং করে ১৭টি উইকেট নিয়েছেন রাশিদ। তার এই পারফর্মেন্সে খুশি দলের প্রধান কোচ।

'রাশিদকে পরের বছরের জন্য আমাদের দলে পেয়ে আমি আনন্দে লাফাচ্ছি। আমি এই এই তরুণ ক্রিকেটারকে নিয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না। তার পারফর্মেন্স এবং আমাদের ড্রেসিং রুমে তার খাপ খাওয়ানো নিয়ে। সে সাসেক্সের হয়ে ভাল খেলেছে।'
আয়ারল্যান্ড সফরে দেশের হয়ে অংশ নিতে ইংলিশ টি-টুয়েন্টি টুর্নামেন্টটি ছাড়তে হয় তাঁকে। আয়ারল্যান্ড সফর শেষে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) গায়ানা অ্যামাজন ওরিয়র্সের হয়ে খেলবেন আফগান এই তারকা রিস্ট স্পিনার।
তাই ২০১৮ আসরে আর তাঁকে দলে পাচ্ছে না সাসেক্স। রাশিদকে ছাড়াই সেমিফাইনাল খেলবে দলটি। সেপ্টেম্বরের ১৫ তারিখ টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে সমারসেটের বিপক্ষে খেলবে রাশিদ খানের দলটি।
এদিকে সাসেক্সের সাথে আবার চুক্তিবদ্ধ হয়ে আনন্দিত রাশিদ নিজেও। সাসেক্সের অফিসিয়াল ওয়েবসাইটে লিখতে গিয়ে আফগান এই স্পিনার জানান, 'সাসেক্সের হয়ে ২০১৯ টি-টুয়েন্টি ব্লাস্টে আবারও খেলতে পারব ভেবে আমি অনেক খুশি।'