ক্যামিও ইনিংস খেলে সন্তুষ্ট রিয়াদ

ছবি: সিপিএলে মাহমুদুল্লাহ রিয়াদ, ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্লে-অফ নিশ্চিত করতে ম্যাচটিতে জয়ের বিকল্প ছিল না সিপিএলের দল সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টসের জন্য। সেটাই করে দেখাল ক্রিস গেইলের দল। জ্যামাইকা তালাওয়াসের বিপক্ষে সাত উইকেটের জয়ে প্লে-অফে পৌঁছে গেছে তাঁরা।
আর ১১ বলে ২৮ রানের ইনিংস খেলে দলের জয়ে অবদান রেখে বেশ উচ্ছ্বসিত বাংলাদেশি অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। আগ্রাসী ব্যাটিং করে সফল মাহমুদুল্লাহ পরের ম্যাচেও ফর্ম ধরে রাখতে চান। ম্যাচ শেষে তিনি বলেছেন,

"দলের জয়ে ভূমিকা রাখতে পেরে আমি খুশি। বল দেখে খেলার চেষ্টা করেছি, এই যাহ। আরও ম্যাচ জয় করে জয়ের ধারা অব্যাহত রাখতে চাই।"
আগে ব্যাট করা জ্যামাইকা ২০ ওভারে ২০৭ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল, যা পরবর্তীতে বৃষ্টি আইনে ১১ ওভারে ১১৮ রানে পরিনত হয়।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও ক্রিস গেইল এবং ভ্যার ডাসেনের অনবদ্য ৪১ এবং ৪৫ রানের পর মাহমুদুল্লাহর সেই ক্যামিও ইনিংসটি প্লে-অফের দুয়ার খুলে প্যাট্রিয়টসদের। পাঁচ বল বাকি থাকতেই জয় তুলে নেয় তাঁরা।
এদিকে আসন্ন এশিয়া কাপের জন্য আগামী ৭ই সেপ্টেম্বর বাংলাদেশে ফিরবেন মাহমুদুল্লাহ রিয়াদ। যার কারণে শুধুমাত্র সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টসের হয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলতে পারবেন তিনি।
কিন্তু ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) প্লে-অফ ম্যাচ গুলো খেলা হবে না তাঁর। দেশে ফিরে দলের সাথে ৯ই সেপ্টেম্বর আরব আমিরাতের উদ্দেশ্যে পাড়ি জমাবেন দেশের এই তারকা ক্রিকেটার।