এশিয়া কাপ খেলবেন মালিঙ্গা

ছবি:

এশিয়া কাপের জন্য লঙ্কানদের ঘোষিত ৩১ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ছিলেন না শ্রীলংকার ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। কিন্তু প্রাথমিক স্কোয়াডে না থেকেও এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের ঘষিত দলে জায়গা হয়েছে তার।
দেশের হয়ে সর্বোশেষ ম্যাচ খেলেছিলেন ২০১৭ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে। এক বছর পর এশিয়া কাপের জন্য আবারো দলে ফিরলেন এই ডানহাতি পেসার।
শনিবার এশিয়া কাপকে সামনে রেখে দল ঘোষণা করে শ্রীলংকার ক্রিকেট বোর্ড। যেখানে অধিনায়ক হিসেবে দলে রয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। যিনি ইনজুরি কাটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা সিরিজে দলে ফিরেছেন।

ব্যাটসম্যানদের মধ্যে দলে রয়েছেন কুশল পেরেরা, কুশল মেন্ডিস, উপল থারাঙ্গা, দীনেশ চান্দিমাল, ধানুশকা গুনাথিলাকার মতো ব্যাটসম্যানরা। পেসারদের মধ্যে আছেন দুশমান্তা চামিরা, সুরাঙ্গা লাকমাল, আমিলা আপন্সোরা।
এশিয়া কাপে বাংলাদেশ এবং আফগানিস্তানের বিপক্ষে বি গ্রুপে লড়বে শ্রীলংকা। ১৫ তারিখ বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে অ্যাঞ্জেলো ম্যাথিউসের দল।
শ্রীলংকা দল: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), কুশল পেরেরা, কুশল মেন্ডিস, উপল থারাঙ্গা, দিনেশ চান্ডিমাল, ধানুশকা গুনাথিলাকা, থিসারা পেরেরা, দসুন শানাকা, ধনঞ্জয় ডি সিলভা, আকিলা ধনঞ্জয়, দিলরুয়ান পেরেরা, আমিলা আপন্সো , কাসন রজিথা, সুরাঙ্গা লাকমাল, দুশ্মান্তা চামিরা, লাসিথ মালিঙ্গা