তেত্রিশেও শুধরানো সম্ভবঃ গুচ

ছবি: অ্যালিস্টার কুক, ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড টেস্ট দলের ওপেনার হিসেবে অ্যালিস্টার কুকের খেলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান গ্রাহাম গুচ। তাই তাঁকে ব্যাটসম্যান হিসেবে উন্নতি করার নতুন উপায় বের করতে পরামর্শ দিয়েছেন তিনি।
কারণ ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে রান খরায় ভুগছেন ইংলিশ সাবেক অধিনায়ক কুক। চলমান সাউদাম্পটন টেস্টের প্রথম দিনে মাত্র ১৭ রান করে সাজঘরে ফিরে যান তিনি। আর ভারতের বিপক্ষে শেষ ছয় ইনিংসে তাঁর সংগ্রহ মাত্র ৯৭ রান।
'আমার উদ্বেগের বিষয় হচ্ছে আমি তার (কুক) খেলায় কোন উন্নতি দেখছি না। আমার মনে হয় সে শেষের দিকে আছে। যখন আপনি একজন ব্যাটসম্যান, আপনাকে নিজের উন্নতি করতেই হবে। আপনাকে নতুন কিছুর দিকে নজর দিতে হবে সামনের দিকে এগিয়ে যেতে হলে।'

এদিকে নিজের ক্যারিয়ারের শেষের পাঁচ বছর দুর্দান্ত ব্যাটিং করেছিলেন ইংলিশ সাবেক ওপেনার গুচ। তাঁর টেস্ট গড় যেখানে ৪২.৫৮ সেখানে শেষ পাঁচ বছরে গড় ছিল ৫১.৫৫। ক্যারিয়ারের ২০টি শতকের মাঝে ১২টিই সে সময় করেছিলেন গুচ।
অপরদিকে টেস্টে ৪৫.১১ গড়ে রান তোলা কুকের এ বছর খেলা ১৬ ইনিংসে গড় মাত্র ১৯.২০। যা একজন টেস্ট ওপেনারের জন্য একদমই স্বাভাবিক নয়। তাই তাঁকে নিয়ে চিন্তিত ইংলিশদের হয়ে ১১৮ টেস্ট খেলা সাবেক ওপেনার গ্রাহাম গুচ।
বর্তমানে ১২২২৫ রানের মালিক ১৫৯ টেস্ট খেলা কুক। সাবেক ওপেনার গ্রাহাম গুচের ৮৯০০ রানকে ২০১৫ সালেই অতিক্রম করেছিলেন তিনি। কিন্তু তাও কুকের ব্যাটিং নিয়ে শঙ্কিত সাবেক এই ইংলিশ ক্রিকেটার।
তবে তিনি মনে করছেন, চাইলেই ৩৩ অথবা ৩৪ বছর বয়সেও উন্নতি করা সম্ভব। আর এর জন্য কুকের ব্যাটিংয়ে পরিবর্তন আনার পরামর্শ দিয়ে ইংলিশ সাবেক এই ক্রিকেটার বলেন,
'আমি জানি না সে কিভাবে অনুশীলন করছে। এবং আমি জানি না সে খেলা থেকে দূরে সরে কি করছে। কিন্তু আমি চিন্তিত থাকি যখন তাকে খেলতে দেখি। আমি মনে করি সে একই ভুল বার বার করছে। কিন্তু ৩৩ অথবা ৩৪ বয়সেও আপনি নিজের উন্নতি করতে পারেন।'