promotional_ad

'ম্যাচ ফিক্সিং' সন্দেহে আটক দুই ভারতীয়

লঙ্কান টি-টুয়েন্টি লীগ ২০১৮, ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলমান ঘরোয়া টি-টোয়েন্টি লীগে ম্যাচ পাতানোর সাথে জড়িত থাকার সন্দেহে দুইজন দর্শককে আটক করেছে শ্রীলঙ্কা ক্রিকেটের দুর্নীতি দমন ইউনিট। আর এরা দুইজনই ছিলেন ভারতীয় দর্শক। বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড।


তারা জানিয়েছে, পাল্লেকেলেতে ডাম্বুলা এবং গলের মধ্যকার ম্যাচ চলাকালীন সময় এ দুজনকে সন্দেহজনক আচরণ করতে দেখা গিয়েছিল। তারা একটু পর পর ফোনে কথা বলছিলেন। তাই বিষয়টি তদন্তের জন্য তাদেরকে পুলিশের কাছে পাঠানো হয়েছে।


promotional_ad

'আমরা দুজন ভারতীয়কে সন্দেহজনক আচরণ করতে দেখি। এন্টি করাপশন ইউনিটের (এসিইউ) কর্মকর্তারা বিষয়টি তদন্তের জন্য তাদের ধরে পুলিশে দিয়েছেন।'


অগাস্টের ২১ তারিখ থেকে শুরু হয়েছিল এই টুর্নামেন্ট। কলম্বো, ডাম্বুলা, গল এবং কান্দী নিয়ে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের নতুন এই টি-টুয়েন্টি টুর্নামেন্টটি চলবে সেপ্টেম্বরের ২ তারিখ নাগাদ।


তবে আইপিএলের আদলে করা হলেও এখানে শুধু দেশীয় ক্রিকেটাররাই খেলছেন। তাই খুব বেশি আলো ছড়াতে পারেনি লীগটি। ফলে ম্যাচ ফিক্সাররা পাখির চোখ করেছে এই টুর্নামেন্টটিকে।


তবে টুর্নামেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, খেলোয়াড়দের এই বিষয়ে সতর্ক করা হয়েছে। যাতে কোনো ধরণের প্রস্তাব পেলে তারা সেটা সঙ্গে সঙ্গে জানান। শুধু তাই নয়, এ অপরাধের বিষয়ে আইন শক্ত করার পাশাপাশি স্পেশাল পুলিশও নিয়োগ দিয়েছে তারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball