আফগান টি-টুয়েন্টি লীগে তামিম ইকবাল?

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


আফগানিস্তান টি২০ প্রিমিয়ার লীগের (এপিএল) পর্দা উঠছে আগামী ৫ অক্টোবর। এই টি২০ টুর্নামেন্টের প্রথম আসরে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের অংশগ্রহণ করার কথা রয়েছে।


ইতিমধ্যে, ব্র্যান্ডন ম্যাককালাম, ক্রিস গেইল, শহীদ আফ্রিদি ও কুমার সাঙ্গাকারা এই টুর্নামেন্টে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এই টুর্নামেন্টে খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের বেশ কয়েকজনের ক্রিকেটারেরও।


promotional_ad

বিশেষ করে টাইগার ওপেনার তামিম ইকবাল এই টুর্নামেন্টের প্রতি আগ্রহ দেখিয়েছেন। এমনটাই জানিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের বিনিয়োগ অংশীদার স্নেক্সার স্পোর্টসের প্রধান নির্বাহী আশিষ শেঠি।


তিনি বলেছেন, "আমরা ইতোমধ্যে ক্রিস গেইল, শহিদ আফ্রিদি, ব্রেন্ডন ম্যাককালাম, মিসবাহ উল হক, কুমার সাঙ্গাকারা, থিসারা পেরেরার, ইমরান তাহির ও তামিম ইকবালের মতো শীর্ষস্থানীয় আন্তর্জাতিক খেলোয়াড়দের সমর্থন পেয়েছি।"


এই টুর্নামেন্টে অংশ নিবে পাঁচটি দল। ৫ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ টি। অংশগ্রহণ করা পাঁচ প্রদেশের দলগুলো হলো কাবুল, কান্দাহার, নঙ্গরহার, পাকতিয়া ও বালখ।


টুর্নামেন্টের সবগুলো ম্যাচ মাঠে গড়াবে আরব আমিরাতের শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে। এদিকে, গত ১৩ই আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ছাড়পত্র পায় আফগানিস্তান টি২০ প্রিমিয়ার লীগ (এপিএল)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball