'দক্ষ নেতার উদাহরণ হতে পারেন কোহলি'

ছবি: ভিরাট কোহলি, ছবি-সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংলিশদের বিপক্ষে টেস্ট সিরিজ হারার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ভিরাট কোহলির ভারত। পাঁচ ম্যাচ সিরিজে ইতিমধ্যে ২-০ পিছিয়ে আছে তারা। আর রুটদের কাছে ভারতের এমন পরাজয় আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে অস্ট্রেলিয়ানদের।
ইএসপিএনের কলামে এমনটাই জানিয়েছেন সাবেক অজি কিংবদন্তী ক্রিকেটার ইয়ান চ্যাপেল। ইংল্যান্ড ???ফরের পর চলতি বছরের শেষে অস্ট্রেলিয়ায় যাবে টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর দল ভারত। সেখানে তারা তিনটি টি-টুয়েন্টি, চারটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলবে।
কিন্তু দক্ষিন আফ্রিকা সিরিজ থেকে শুরু করে এখন পর্যন্ত আত্মবিশ্বাসের তলানিতে আছে অজিরা। যার ফলে তারা ইংল্যান্ড সিরিজ এবং ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজও হেরেছে। এদিকে ইংল্যান্ডের মাটিতে ভারতের পরাজয়ে আত্মবিশ্বাস সঞ্চয় করছে অজিরা।

ইতিমধ্যে ঘরের মাঠে কোহলিদের হারানোর ব্যাপারে অনেকটাই আশাবাদী, এমনই মনে করছেন সাবেক এই অজি অধিনায়ক। আর যদি ভারত পর পর দুটি সিরিজই হেরে যায় তাহলে এটি ভারতের জন্য অনেক বড় অপরাধের সমতুল্য ভাবছেন ইয়ান চ্যাপেল।
'কোহলির দল এখন বড় বিপদের মাঝে আছে। শুধুমাত্র ইংল্যান্ডের বিপক্ষে হারার ধারায় থাকার জন্য নয়, তারা শেষ প্রান্তে থাকা অস্ট্রেলিয়া দলের আত্মবিশ্বাস বৃদ্ধি করছে। আর এই জায়গায় তারা (অস্ট্রেলিয়া) অনুভব করছে ঘরের মাঠে তাদের জয়ের সুযোগ অনেক বেড়ে গেছে। যদি ভারত দুটি সিরিজই হেরে যায় তাহলে এটা রেকর্ড করে রাখার মতো অপরাধ হবে।'
এদিকে ধ্বংস স্তুপের পাড়ে থাকা ভারতকে একাই টেনে নিয়ে যাচ্ছেন অধিনায়ক কোহলি। তাঁকে সঙ্গ দিতে পারছেন না দলের কোন ব্যাটসম্যানই। ফলে প্রতিপক্ষের বোলারদের নিশানায় একাই থাকেন ভিরাট।
যার কারণে ভারত দলের এই করুণ অবস্থা মনে করছেন সাবেক এই অজি টপ অর্ডার ব্যাটসম্যান। তবে কোহলি যদি নিভে যাওয়া এই ভারতকে আবার উজ্জীবিত করতে পারে তাহলে অধিনায়ক হিসেবে অনন্য উদাহরণ হবেন তিনি।
ব্যাটসম্যান হিসেবে ইতিমধ্যে নিজেকে বহুবার প্রমাণিত করেছেন বিশ্বসেরা এই ক্রিকেটার। এবার তাঁর অধিনায়কত্ব প্রমাণ করার উপযুক্ত সময় এসেছে বলে মনে করছেন অজি সাবেক তারকা ইয়ান চ্যাপেল।
'বর্তমানে কোহলি একাই হঠাৎ বেড়ে ওঠা ইংল্যান্ড আক্রমনের বিপক্ষে লড়াই করছে। এবং এটাই তাঁর (কোহলি) উইকেটেটি নেয়ার জন্য বোলারদের প্রচুর শক্তি ব্যয় করতে সাহায্য করে। পরবর্তী কয়েক মাস কোহলির অধিনায়কত্ব ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ।
'সে ইতিমধ্যে অনেকবারই দেখিয়েছে যে সে সেরা ব্যাটসম্যান। যদি সে এই ভারতীয় দলকে পুনর্জীবিত করতে পারে এবং অ্যান্ডারসনকে খেলার উপায় বের করতে পারে, তাহলে এটা দক্ষ নেতৃত্বের একটি উদাহরণ হবে।'