promotional_ad

সিপিএলে লড়বেন গেইল, রাসেল, রিয়াদরা

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||  


চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে দ্বিতীয় জয় তুলে নেয়ার লক্ষ্যে বৃহস্পতিবার ভোরে মাঠে নামছে মাহমুদুল্লাহ রিয়াদ-ক্রিস গেইলদের সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। বৃহস্পতিবার ভোর ৫টায় আন্দ্রে রাসেলের জ্যামাইকা তালাওয়াসের বিপক্ষে মাঠে নামবে দলটি।


নিজেদের প্রথম ম্যাচে হারলেও পরের ম্যাচে জিতে জয়ের ধারায় ফিরেছে সেন্ট কিটস। যেকারণে এই ম্যাচে আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে ক্রিস গেইল-এভিন লুইসরা।


তবে জিততে হলে কষ্ট করতে হবে তাদের। কারণ এখন পর্যন্ত সিপিএলের সবচেয়ে সফল দল তারাই। নিজেদের দুই ম্যাচের দুটিতেই জিতেছে দলটি। আর অধিনায়ক আন্দ্রে রাসেল দলকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে।


promotional_ad

ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে দলকে একাই জিতিয়েছেন তিনি। হ্যাট্রিকের পাশাপাশি সেঞ্চুরি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেছিলেন এই অলরাউন্ডার। তাই জ্যামাইকার বিরুদ্ধে জিততে হলে রাসেলকে থামাতে হবে রিয়াদদের।


অন্যদিকে সিপিএলের প্রথম ম্যাচে সুযোগ না পেলেও দ্বিতীয় ম্যাচে একাদশে জায়গা পেয়েছিলেন টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। তবে সুযোগ পেয়ে নিজের সেরাটা দিতে পারেন নি রিয়াদ।


ব্যাট হাতে ১০ বলে ১৬ রান করার পাশাপাশি বল হাতে ১ ওভারে দিয়েছেন মাত্র পাঁচ রান। তারপরও জ্যামাইকার বিপক্ষে সেন্ট কিটসের একাদশে থাকছেন রিয়াদ এটা অনেকখানি নিশ্চিত।


জ্যামাইকা তালাওয়াস সম্ভাব্য একাদশ- 


গ্লেন ফিলিপস, জনসন চার্লস, আন্দ্রে ম্যাকার্থি, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল (অধিনায়ক), রস টেইলর, কেনার লুইস, অ্যাডাম জাম্পা, ইমাদ ওয়াসিম, ওশানে থমাস, ক্রিসমার সান্টোকি। 


সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস সম্ভাব্য একাদশ- 


ক্রিস গেইল (অধিনায়ক), এভিন লুইস, টম কুপার, ডেভন থমাস (উইকেট রক্ষক), অ্যান্টন ডেভচিচ, মাহমুদুল্লাহ রিয়াদ, বেন কাটিং, কার্লোস ব্র্যাথওয়েট, জেরিমিয়া লুইস, সন্দ্বীপ লামিচানে, শেলডন কটরেল। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball