কলম্বোতে শেষ হাসি হাসবে কে?

ছবি: ছবি-সংগৃহীত

আগামীকাল (মঙ্গলবার) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র টি-টুয়েন্টি ম্যাচ খেলতে মাঠে নামবে স্বাগতিক শ্রীলঙ্কা। স্বভাবতই এই ম্যাচটি জেতার জন্য শক্তিশালী একাদশ গঠন করবে দুই দলই।
আর এই টি-টুয়েন্টি ম্যাচের জন্য ইতিমধ্যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিকরা। ওয়ানডে অধিনায়কত্বের পর টি-টুয়েন্টিতেও অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকবেন লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস।
পাশাপাশি ঘোষিত এই স্কোয়াডে বেশ কিছু অনিয়মিত ক্রিকেটারকে রাখা হয়েছে। সর্বশেষ ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি খেলা ২৩ বছর বয়সী বিনুরা ফার্নান্দো জায়গা পেয়েছেন টি-টুয়েন্টি স্কোয়াডে।
গত বছরের জানুয়ারিতে টি-টুয়েন্টি খেলা ধনঞ্জয়া ডি সিলভাকেও রাখা হয়েছে প্রোটিয়াদের বিপক্ষে। শেষ ওয়ানডেতে অসাধারণ বোলিং করা আকিলা ধনঞ্জয়াও আছেন এই স্কোয়াডে। এছাড়া থিসারা পেরেরা, কুশল পেরেরা এভবগ দীনেশ চান্দিমালের মতো নাম করা ক্রিকেটাররা তো আছেনই।

এদিকে আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিস ওয়ানডে সিরিজ চলাকালীন সময় ইনজুরিতে পড়েন। যার ফলে সিরিজের চতুর্থ এবং পঞ্চম ম্যাচটি খেলা হয়নি তাঁর। এমনকি একমাত্র টি-টুয়েন্টিতেও পাওয়া যাবে না তাঁকে।
শেষ দুই ওয়ানডের মতো এই ম্যাচেও অধিনায়কত্ব করবেন প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক। অপরদিকে টেস্ট সিরিজ পরাজয়ের পর ওয়ানডে সিরিজ ২-৩ এ জিতেছিল আফ্রিকা। আর সিরিজ জয়ের এই প্রেরণা নিয়েই মাঠে নামবে তারা।
এদিকে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচ জিতে বাড়তি আত্মবিশ্বাস সঞ্চয় করেছে লঙ্কানরা। তাই ঘরের মাঠে অনুষ্ঠিতব্য একমাত্র টি-টুয়েন্টি ম্যাচটিতে এগিয়ে থাকবে তারা। তবে সীমিত ওভারের এই ম্যাচটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ হবে বলে আশা করা যাচ্ছে।
শ্রীলঙ্কা স্কোয়াডঃ অ্যাঞ্জেলো ম্যাথিউজ (অধিনায়ক), দিনেশ চান্ডিমাল, আকিলা ধনঞ্জয়া, ধনঞ্জয়া ডি সিলভা, বিনুরা ফার্নান্দো, শেহান জয়সুরিয়া, লাহিরু কুমারা, শেহান মাদুশানকা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা (উইকেটরক্ষক), থিসারা পেরেরা, লাকশান সান্দাকান, দাসুন শানাকা, উপুল থারাঙ্গা ও জেফ্রি ভ্যান্ডারসে।
এছাড়া স্ট্যান্ডবাই আছেনঃ দিমুথ করুনারত্নে, ইসুরু উদানা, নিরোশান ডিকওয়েলা, কাসুন রাজিথা।