promotional_ad

বাংলাদেশের দায়িত্ব ছাড়ছেন সুনীল যোশি?

সুনীল যোশি
promotional_ad

২০১৭ সালের অগাস্টে বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পান সাবেক ভারতীয় স্পিনার সুনীল যোশি। সেই থেকে এখন পর্যন্ত টাইগারদের সাথেই আছেন তিনি। তার তত্ত্বাবধানে স্পিনারদের ব্যাপক উন্নতি সাধন হয়েছে। 


কিন্তু জানা গেছে বাংলাদেশের কোচের দায়িত্ব থেকে ইস্তফা দিতে পারেন যোশি। কেননা ভারতের মহিলা ক্রিকেট দলের কোচ হিসেবে এরই মধ্যে আবেদন করেছেন এই সাবেক ক্রিকেটার। 


এমনকি আবেদনকারীদের সংক্ষিপ্ত বাছাই তালিকার ২০ জনের মধ্যেও আছেন তিনি। গত শুক্রবার মুম্বাইয়ে অনুষ্ঠিত এই বাছাই পর্বটি অনুষ্ঠিত হয়েছিল। যোশির সাথে এই তালিকায় আরও আছেন সাবেক উইকেটরক্ষক অজয় রাত্রা এবং বিজয় যাদব।


promotional_ad

পাশাপাশি ভারতীয় মহিলা দলের সাবেক অধিনায়ক মমতা মাবেন এবং সুমন শর্মাও আছেন কোচ হওয়ার দৌড়ের তালিকায়। তবে জানা গেছে সবথেকে এগিয়ে আছেন যোশি এবং পাওয়ার।  


অবসরের আগে ৩১টি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলা পাওয়ার বর্তমানে নারী ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।


অপরদিকে দেশের হয়ে ১৫টি টেস্ট এবং ৬৯টি ওয়ানডে খেলা যোশি বাংলাদেশের আগে ওমানের কোচ ছিলেন। এছাড়াও জম্মু ও কাশ্মির, আশাম এবং হায়দ্রাবাদেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার।  


সূত্র- ফাস্ট পোষ্ট



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball