promotional_ad

ওয়ালশের দীক্ষায় ফল পাচ্ছেন রনি

ছবিঃ- সংগৃহীত
promotional_ad

২০১৫ বিপিএল দিয়ে পাদপ্রদীপের আসা ,২১ উইকেট নিয়ে দেশি বিদেশি বাঘাবাঘা বোলারদের পিছনে ফেলে সেই আসরের সর্বোচ্চ উইকেট উইকেট সংগ্রাহক। কুমিল্লা ভিক্টোরিয়ানস কে চ্যাম্পিয়ন করতে রেখেছেন বড় অবদান।


নেত্রকোনায় জন্ম নেওয়া আবু হায়দার রনির হাতেখড়ি স্কুল ক্রিকেটের মাধ্যমে। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। বয়সভিত্তিক ক্রিকেটের আঙিনা পেরিয়ে দুইবার খেলেছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ । 


২০১৬ সালে ঘরের মাঠে টি-টুয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় তার। রনির সর্বশেষ মাঠে নামার সুযোগ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি     সিরিজে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ২ ম্যাচে মাঠে নেমে দুটোতেই জয়ের মুখ দেখেছেন রনি। বল হাতেও রনি ছিলেন দুর্দান্ত । 


দ্বিতীয় টি-টুয়েন্টিতে মাঠে নেমে চার ওভার বল করে কোন উইকেট না পেলেও কম খরুচে বোলিং করেছেন তিনি। চার ওভারে ৬.৫০ ইকোনমিতে দিয়েছেন ২৬ রান। সিরিজের শেষ ম্যাচেও খুব একটা খারাপ করেননি রনি। তিন ওভার বল করে এক উইকেটের বিনিময়ে ১৭ রান দেন এই পেস সেনসেশন। 


promotional_ad

তিনি খুব বেশি উইকেট না পেলেও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তার বোলিং করার ক্ষমতা প্রশংসিত হচ্ছে চারদিকে। মানবজমিন কে দেওয়া এক সাক্ষাৎকারে তার পারফর্মেন্স নিয়ে কথা বলার সময় কৃতিত্ব দেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে।   
  
'তার যোগ্যতা সবারই জানা। আমাকে তিনি সব সময়ই বলেন, তোমার সামনে অনেক সময় আছে। তাই ভয় পেয়ে লাভ নেই। এখান থেকেই তোমাকে শিখতে হবে। এবার ওয়েস্ট ইন্ডিজেও একই কথা বলেছেন আমাকে। 


'সেখানে কিভাবে বল করতে হবে তা দেখিয়েছেন। সবচেয়ে বড় কথা তিনি তার নিজের অভিজ্ঞতাগুলো আমাদের সঙ্গে ভাগাভাগি করেন। সেগুলো আমার দারুণ কাজে আসে। তিনি (ওয়ালশ) আসলে আমার মেন্টর।' 


ওয়ালশ কাজ করেছেন রনির দুর্বলতা নিয়েও। 'আসলে ভয় না পাওয়াটা একটি বিষয় তো থাকে। সেই সঙ্গে মাঠে বল করার একটি কৌশল থাকে। কোচ বলেছে যে তুমি ইয়র্কার ভালো করো ঠিক আছে কিন্তু সেটি সব বলে দিতে যেও না। 


'কারণ সব বল ইয়র্কার হবে না। তখন হাফবলি বা শর্ট বলে ছয় মেরে দিবে ব্যাটসম্যান বিশেষ করে ক্যারিবীয়রা ছয়-চার মার পটু। তাই আমি একই ধরনের বল করিনি।'


তবে টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের অনুপ্রেরণাও কাজে লেগেছে রনির। ২২ বছর বয়সী এই পেসার সাকিবের ব্যাপারে জানান, 


'সাকিব ভাই এসে সাহস দিয়ে ছয় খাওয়ার পর বলেছে যে ভয় পাওয়ার কিছু নেই। তোর মতো করে চালিয়ে যা। এসবই আমার জন্য দারুণ অভিজ্ঞতা। দুটি ম্যাচ আমার কাছে সেরা। বিশেষ করে আমার ক্যারিয়ারে এবারই প্রথম সিরিজ জয় দেখলাম। যা আমাকে অনেক দূর নিয়ে যেতে অনুপ্রেরণা দেবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball