promotional_ad

আবারও উপেক্ষিত মালিঙ্গা

লাসিথ মালিঙ্গা
promotional_ad

শেষবার ২০১৭ সালের সেপ্টেম্বরে জাতীয় দলের পোশাকে খেলতে দেখা গেছে শ্রীলঙ্কান তারকা পেসার লাসিথ মালিঙ্গাকে। এরপর এখন পর্যন্ত নির্বাচকদের নজরে আসতে পারেননি।


কিন্তু বিভিন্ন লীগে এখনও নিজের বোলিংয়ের ধার দেখিয়েই যাচ্ছেন তিনি। সম্প্রতি টরোন্টোতে গ্লোবাল টি-টোয়েন্টি লীগে মন্ট্রিল টাইগার্সের হয়ে দুর্দান্ত পারফর্মেন্স করেছেন মালিঙ্গা। ছয় ম্যাচ খেলে নিয়েছেন ১৩টি উইকেট।


পাশাপাশি হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ বোলারের তালিকায় তৃতীয়। এমন ফর্মে থাকলেও দক্ষিন আফ্রিকার বিপক্ষে একমাত্র টি-টুয়েন্টি ম্যাচের স্কোয়াডে জায়গা হয়নি তাঁর। এবারও উপেক্ষিত হয়েছেন দেশের হয়ে ৬৮টি টি-টুয়েন্টি খেলা এই অভিজ্ঞ বোলার।


promotional_ad

তবে ঘোষিত ১৫ সদস্যের এই স্কোয়াডে জায়গা পেয়েছেন একাধিক অনিয়মিত ক্রিকেটার। সর্বশেষ ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি খেলা ২৩ বছর বয়সী বিনুরা ফার্নান্দো জায়গা পেয়েছেন এই স্কোয়াডে। 


এছাড়া গত বছরের জানুয়ারিতে টি-টুয়েন্টি খেলা ধনঞ্জয়া ডি সিলভাকেও রাখা হয়েছে প্রোটিয়াদের বিপক্ষে। আবার দীর্ঘ দিন ইনজুরি কাটিয়ে আসা লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজ রয়েছেন অধিনায়কের দায়িত্বে।


শ্রীলঙ্কা স্কোয়াডঃ অ্যাঞ্জেলো ম্যাথিউজ (অধিনায়ক), দিনেশ চান্ডিমাল, আকিলা ধনঞ্জয়া, ধনঞ্জয়া ডি সিলভা, বিনুরা ফার্নান্দো, শেহান জয়সুরিয়া, লাহিরু কুমারা, শেহান মাদুশানকা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা (উইকেটরক্ষক), থিসারা পেরেরা, লাকশান সান্দাকান, দাসুন শানাকা, উপুল থারাঙ্গা ও জেফ্রি ভ্যান্ডারসে।


এছাড়া স্ট্যান্ডবাই আছেনঃ দিমুথ করুনারত্নে, ইসুরু উদানা, নিরোশান ডিকওয়েলা, কাসুন রাজিথা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball