তবুও তৃপ্ত নন লিটন

ছবি - ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

দেশের হয়ে টি-টুয়েন্টি ম্যাচ তেমন একটা খেলা হয়নি বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটসম্যান লিটন দাসের। তবে যখনই খেলেছেন ভালো ব্যাটিং উপহার দিতে চেষ্টা করেছেন। আর উইকেটে থেকে যত দ্রুত সম্ভব রান তুলতে চেষ্টা করেছেন।


নিদাহাস ট্রফিতে ১৯ বলে ৪৩ রানের পর এবার ক্যারিবিয়ানদের বিপক্ষেও খেলেছেন অসাধারণ । সিরিজ নির্ধারণী ম্যাচে ৩২ বলে ৬১ রানের ঝড় ইনিংসটি জয়ের পেছনে অনেক বেশি অবদান রেখেছে। আর এই ফরম্যাটের জন্য নিজেকে প্রস্তুত করছেন এমনটাই জানান তিনি। 


তবে ক্রিকেটের অন্য সব ফরম্যাট থেকে অনেকটাই আলাদা টি-টুয়েন্টি ক্রিকেট। সব সময়ই রানের চাপ থাকে এখানে। তাই চাইলেই লম্বা ইনিংস খেলা অনেক বেশি কঠিন বলে মনে করেন দেশের হয়ে ১৫টি ম্যাচ খেলা এই ব্যাটসম্যান।


promotional_ad

'সীমিত ওভারের ক্রিকেটে আমি খুব বেশি ম্যাচ খেলি নি। এবার টি-টুয়েন্টি সিরিজ খেলেছি, এর আগে নিদাহাসে খেলেছি। এই ফরম্যাটে আপনি চাইলেও সবসময় বড় রান করতে পারবেন না। এখানে রানের একটা চাপ থাকে। চেষ্টা করেছি যতক্ষণ উইকেটে থাকা যায় ততক্ষণ রান করার জন্য।


'নিদাহাসে একটা ভালো ইনিংস ছিল, আমি হয়তো অর্ধশতক পাই নি। তো এবারের সুযোগে একটু বড় ইনিংস খেলার চেষ্টা করেছি। তবে আরেকটু ভালো খেললে দলের জন্য ভালো হত।'


উইন্ডিজ সিরিজে প্রস্তুতি ম্যাচে ৭০ রানের ভালো ইনিংস খেলার পরেও ওয়ানডে দলে জায়গা হয়নি লিটনের। তবে এ নিয়ে তেমন কোন আক্ষেপ নেই তাঁর। কম্বিনেশনের কারণেই দলের জায়গা মেলেনি তাঁর এমনটাই জানিয়েছেন তিনি।


'না তেমন কিছু না। টিম কম্বিনেশনের জন্য যে কেউ খেলতে পারে। আমি খারাপ বা অন্য কেউ ভালো, বিষয়টা এমন না। দল যেটা চাইবে তেমন একাদশই খেলাবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball