promotional_ad

লর্ডসের মাটিতে সমতার লড়াইয়ে কোহলিরা

ভারতীয় ক্রিকেট দল
promotional_ad

নিজেদের সামর্থ্যের পরিচয় দিয়ে সিরিজের প্রথম টেস্ট জয় দিয়ে শুরু করেছে স্বাগতিক ইংল্যান্ড। টেস্ট র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল ভারতকে ৩১ রানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে বর্তমানে ১-০ এগিয়ে আছে তারা।


আগামীকাল (বৃহস্পতিবার) ঐতিহাসিক লর্ডসে আবারও মুখোমুখি হবে দুই দল। স্বভাবতই প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা ইংলিশরা এ ম্যাচও জেতার সর্বোচ্চ চেষ্টায় থাকবে। ঐতিহাসিক এই মাঠে নিজেদের সক্ষমতাকে মেলে ধরতে চাইবে তারা।


কিন্তু ছেড়ে দিবে না ভিরাট কোহলির ভারতও। ইংল্যান্ডের মাটিতে নিজের প্রথম সেঞ্চুরি করে জয়ের নিকটে এসেও শেষটা সুবিধার করতে পারেননি কোহলি। এজবাস্টনের ভুল থেকে শিক্ষা নিয়ে লর্ডসে নিজেদের মানসিকভাবে প্রস্তুত করেই মাঠে নামবে কোহলি বাহিনী এমনটাই সকলের কাম্য।


এদিকে দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে পড়েছেন ফর্মে থাকা বেন স্টোকস। ব্রিস্টলে সংঘটিত ঝামেলা নিয়ে আদালতের শুনানির কারণে তিনি থাকবেন মাঠের বাইরে। তাঁর পরিবর্তে হয়ত দলে রাখা হতে পারে অভিজ্ঞ বোলার ক্রিস ওকসকে।


promotional_ad

আবার ডেভিড মালানকেও দ্বিতীয় টেস্টের স্কোয়াডে রাখা হয়নি। তাঁর পরিবর্তে স্কোয়াডে রয়েছেন নতুন মুখ ওলি পোপ। এই উইকেট রক্ষক ব্যাটসম্যান থাকবেন অভিষেকের অপেক্ষায়। আবার অভিজ্ঞ অলরাউন্ডার মইন আলিও রয়েছেন দ্বিতীয় টেস্টের এই স্কোয়াডে।


অপরদিকে লর্ডসের উষ্ণ আবহাওয়া কথা চিন্তা করে হয়ত দুই দলই অতিরিক্ত স্পিন বোলার নিয়ে মাঠে নামবে। তাহলে হয়ত ভারতীয় দলের পেসার উমেশ যাদবকে সাইড বেঞ্চে বসার সম্ভাবনা রয়েছে। 


তাঁর পরিবর্তে দলে জায়গা পেতে পারেন বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব অথবা রবীন্দ্র জাদেজা। আবার অফফর্মে থাকা মুরালি বিজয়, লোকেশ রাহুল এবং দীনেশ কার্তিকের মধ্যে যে কোন একজনের বসার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে হয়ত দলে ফিরতে পারেন ডানহাতি ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা।


শেষবার ২০১৪ সালে এই লর্ডসেই সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল ভারত। আর এবার সমতার লড়াইয়ে এই মাঠেই শক্তিশালী দল নিয়ে নামাবে তারা। কিন্তু ঘরের মাঠে সিরিজ এত সহজে ছেড়ে দিবে না ইংল্যান্ডও। সুতরাং আশাই করা যাচ্ছে লর্ডসেও আরেকটি রোমাঞ্চকর ম্যাচের শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকে।


ইংল্যান্ড স্কোয়াডঃ জো রুট (অধিনায়ক), মঈন আলি, জিমি অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, জশ বাটলার, অ্যালিস্টার কুক, স্যাম কুরান, কিটন জেনিংস, ওলি পোপ, জেমি পোর্টার, আদিল রশিদ ও ক্রিস ওকস।


ভারত স্কোয়াডঃ ভিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, করুণ নায়ার, আজিঙ্কা রাহানে, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, উমেশ যাদব, মোহাম্মদ শামি, হার্দিক পান্ডিয়া, ইশান্ত শর্মা, শার্দূল ঠাকুর, রিশাব পান্ত (উইকেটরক্ষক), জাসপ্রীত বুমরাহ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball