promotional_ad

ব্যাশ ব্রাদার্সের সঙ্গে যোগ দিলেন মুনরো

promotional_ad

চলতি আসরের ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে মাঠে নামার কথা রয়েছে নিউজিল্যান্ডের বিধ্বংসী ওপেনার কলিন মুনরোর। আর ম্যাচের আগের দিন দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।
  
আর ত্রিনবাগোতে বাঁহাতি এই ওপেনার সঙ্গী হিসেবে পাচ্ছেন 'ব্যাশ ব্রাদার্স' খ্যাত দুই ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম এবং ক্রিস লিনকে। দুজন একসাথে বিগ ব্যাশে ব্রিসবেন হিটের হয়ে খেলেন বিধায় তাদের ব্যাশ ব্রাদার্স ডাকা হয়। 


এর আগের মৌসুমেও ম্যাককালামের সঙ্গে ত্রিনবাগোর জার্সিতে সিপিএল মাতিয়েছেন মুনরো। আর এই মৌসুমে এই দুজনের সাথে লিনকেও পাচ্ছে দলটি। যিনি ২০১৬ সালের সিপিএলে সিপিএলের সর্বোচ্চ রান শিকারি ব্যাটসম্যান ছিলেন।


সেবার অবশ্য গায়ানার জার্সিতে খেলেছিলান তিনি। পরের বছর ইনজুরির কারণে সিপিএল খেলা হয়নি তার। যদি এবারো ইনজুরি নিয়ে শঙ্কায় আছেন তিনি। 


promotional_ad

বৃহস্পতিবার সিপিএলের উদ্বোধনী ম্যাচে জ্যামাইকা তালাহওয়াসের বিপক্ষে মাঠে নামবে মুনরো-ম্যাককালামরা। জ্যামাইকার বিপক্ষে ম্যাচটি সহজ হবেনা তাদের জন্য। কারণ রস টেইলর-আফ্রিদিরা জ্যামাইকার হয়ে সিপিএল মাতাবেন এবার।


এবারের আসরেও ত্রিনবাগোর কোচ হিসেবে আছেন অস্ট্রেলিয়ার সাইমন ক্যাটিচ। যিনি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। 


ত্রিনবাগো নাইট রাইডার্স স্কোয়াডঃ আমির জাঙ্গো, অ্যান্ডারসন ফিলিপস, ব্রেন্ডন ম্যাককালাম, ক্রিস লিন, কলিন মুনরো, ড্যারেন ব্রাভো, দিনেশ রামদিন, ডোয়াইন ব্রাভো, হামজা তারিক, জেভন সিয়ারলেস , শ্যানন গ্যাব্রিয়েল, কেভন কুপার, খরি পিয়েরি, নিকিতা মিলার, রনসফোর্ড বিটন, ফাওয়াদ আহমেদ, সুনিল নারাইন, টেরেন্স হিন্দস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball